মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৫৭৭৫

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ - নবীকুল শিরোমণি -এর মর্যাদাসমূহ
৫৭৭৫। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমার উপরে কুরবানী ফরয করা হইয়াছে; আর তোমাদের উপর ফরয করা হয় নাই এবং আমাকে চাশতের নামাযের নির্দেশ দেওয়া হইয়াছে; আর তোমাদিগকে ইহার নির্দেশ দেওয়া হয় নাই। –দারা কুতনী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫৭৭৬

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর নামসমূহ ও গুণাবলি
৫৭৭৬। হযরত জুবাইর ইবনে মুতয়িম (রাঃ) বলিয়াছেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, আমার অনেকগুলি নাম রহিয়াছে। আমি মুহাম্মাদ, আমি আহমদ, আমি মাহী। আল্লাহ্ তা'আলা আমার দ্বারা কুফরকে নিশ্চিহ্ন করিবেন। আমি আল হাশের, (কিয়ামতের দিন) মানব জাতিকে আমার পশ্চাতে সমবেত করা হইবে। আর আমি হইলাম আল আকেব এবং 'আকেব ঐ ব্যক্তি, যাহার পরে আর কোন নবী নাই। — মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫৭৭৭

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর নামসমূহ ও গুণাবলি
৫৭৭৭। হযরত আবু মুসা আশআরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে তাহার নিজস্ব নামসমূহ বর্ণনা করিতেন। তখন তিনি বলিয়াছেন : আমি মুহাম্মাদ, আহমদ, মুকাফী ( সকলের পশ্চাতে আগমনকারী), হাশের (সমবেতকারী) এবং আমি নাবীয়ে তওবা ও নাবীয়ে রহমত। মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান