মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৫৬৫৬

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ - আল্লাহ তাআলার দর্শনলাভ
৫৬৫৬। হযরত সুহায়ব (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: বেহেশতবাসীগণ যখন বেহেশতে প্রবেশ করিবে, তখন আল্লাহ্ তা'আলা তাহা দিগকে লক্ষ্য করিয়া বলিবেন: তোমরা কি আরও কিছু চাও, যাহা আমি তোমাদিগকে অতিরিক্ত প্রদান করিব ? তাহারা বলিবে, তুমি কি আমাদের মুখমণ্ডলকে উজ্জ্বল কর নাই ? তুমি কি আমা দিগকে বেহেশতে প্রবেশ করাও নাই এবং তুমি কি আমাদিগকে দোযখ হইতে নাজাত দাও নাই ? (তোমার এত বড় বড় নেয়ামতের পর আর কি অবশিষ্ট রহিয়াছে, যাহা আমরা চাহিব ?) হুযূর (ছাঃ) বলেন; অতঃপর আল্লাহ্ তা'আলা (তাহার ও জান্নাতীদের মধ্য হইতে) হেজাব বা পর্দা তুলিয়া ফেলিবেন, তখন তাহারা আল্লাহ্ তা'আলার দীদার বা দর্শন লাভ করিবে। (তখন তাহারা বুঝিতে পারিবে,) বস্তুতঃ আল্লাহ্ তা'আলার দর্শনলাভ ও তাহার দিকে তাকাইয়া থাকা অপেক্ষা অধিকতর প্রিয় কোন বস্তুই এ যাবৎ তাহাদিগকে প্রদান করা হয় নাই। অতঃপর হুযূর (ছা:) কুরআনের এই আয়াতটি তেলাওয়াত করিলেন – (অর্থাৎ,) “যাহারা উত্তম কাজ করিয়াছে উহার প্রতিদান নেকই (অর্থাৎ, জান্নাত)। তাহার উপর অতিরিক্ত হইল— তাহাদের জন্য রহিয়াছে উত্তম প্রতিদান এবং ইহার উপর অতিরিক্ত অবদান (অর্থাৎ, দীদারে এলাহী)। -মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান