মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৮ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৫০৭১

পরিচ্ছেদঃ ১৯. প্রথম অনুচ্ছেদ - নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব
৫০৭১। হযরত ইমরান ইবনে হোসাইন (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: লাজুকতা পুণ্য ও কল্যাণ ব্যতীত আর কিছুই আনয়ন করে না। অপর এক বর্ণনায় আছে, লজ্জায় সর্বাংশই উত্তম।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫০৭২

পরিচ্ছেদঃ ১৯. প্রথম অনুচ্ছেদ - নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব
৫০৭২। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: পূর্ববর্তী নবীদের বাণী হইতে পরবর্তী লোকেরা (অবিকৃতাবস্থায়) যাহা পাইয়াছে (এবং আজও যাহা বিদ্যমান আছে) তাহা হইল যখন তুমি বে-শরম হইয়া যাইবে তখন তোমার যাহা ইচ্ছা তাহাই কর। -বুখারী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫০৭৩

পরিচ্ছেদঃ ১৯. প্রথম অনুচ্ছেদ - নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব
৫০৭৩। হযরত নাওয়াস ইবনে সামআন (রাঃ) বলেন, একদা আমি রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুণা ও পাপ সম্পর্কে জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন পুণ্য হইল উত্তম স্বভাব আর পাপ হইল যে কাজ তোমার অন্তরে সংশয় সৃষ্টি করে এবং তুমি ঐ কাজটি জনসমাজে প্রকাশ হওয়াটা পছন্দ কর না। —মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫০৭৪

পরিচ্ছেদঃ ১৯. প্রথম অনুচ্ছেদ - নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব
৫০৭৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ তোমাদের মধ্য হইতে সেই ব্যক্তিই আমার কাছে অধিক প্রিয়, যাহার চরিত্র ভাল। -বুখারী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫০৭৫

পরিচ্ছেদঃ ১৯. প্রথম অনুচ্ছেদ - নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব
৫০৭৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ তোমাদের মধ্যে সে ব্যক্তিই সর্বাপেক্ষা উত্তম যে চরিত্রের দিক দিয়া উত্তম। — মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫০৭৬

পরিচ্ছেদঃ ১৯. দ্বিতীয় অনুচ্ছেদ - নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব
৫০৭৬। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যাহাকে নম্রতার কিছু অংশ প্রদান করা হইয়াছে তাহাকে দুনিয়া ও আখেরাতের বিরাট কল্যাণের অংশ দেওয়া হইয়াছে। আর যাহাকে সেই কোমলতা হইতে বঞ্চিত করা হইয়াছে তাহাকে ইহ ও পরকালের বিরাট কল্যাণ হইতে (মারূম) বঞ্চিত করা হইয়াছে। —শরহে সুন্নাহ্

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫০৭৭

পরিচ্ছেদঃ ১৯. দ্বিতীয় অনুচ্ছেদ - নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব
৫০৭৭। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ লজ্জা ঈমানের অঙ্গ। আর ঈমানের স্থান জান্নাত। পক্ষান্তরে নির্লজ্জতা দুশ্চরিত্রের অঙ্গ। আর দুশ্চরিত্রতার স্থান জাহান্নাম। – আহমদ ও তিরমিযী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫০৭৮

পরিচ্ছেদঃ ১৯. দ্বিতীয় অনুচ্ছেদ - নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব
৫০৭৮। মুযাইনা গোত্রের এক ব্যক্তি বলেন, একদা সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল! সর্বোত্তম কোন্ জিনিসটি—যাহা মানব জাতিকে দেওয়া হইয়াছে? তিনি বলিলেনঃ উত্তম চরিত্র। —বায়হাকী।

তাহকীক:
তাহকীক চলমান