মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৫০৬৬

পরিচ্ছেদঃ ১৮. তৃতীয় অনুচ্ছেদ - আত্মসংযম ও কাজে ধীরস্থিরতা
৫০৬৬। হযরত আবু যার (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ হে আবু যার! পরিণাম সম্পর্কে চিন্তা করার সমান কোন জ্ঞান নাই, নিবৃত্ত থাকার মত কোন পরহেযগারী নাই এবং উত্তম চরিত্রের মত কোন আভিজাত্য নাই।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫০৬৭

পরিচ্ছেদঃ ১৮. তৃতীয় অনুচ্ছেদ - আত্মসংযম ও কাজে ধীরস্থিরতা
৫০৬৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ ব্যয়ের ব্যাপারে মধ্যমপন্থা অবলম্বন করা উত্তম জীবিকার অর্ধেক। মানুষের প্রতি ভালবাসা রাখা জ্ঞানের অর্ধেক এবং উত্তমভাবে প্রশ্ন করা বিদ্যার অর্ধেক। —হাদীস চারটি বায়হাকী শো'আবুল ঈমানে

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫০৬৮

পরিচ্ছেদঃ ১৯. প্রথম অনুচ্ছেদ - নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব
৫০৬৮। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আল্লাহ্ কোমল। তিনি কোমলতাকেই ভালবাসেন। আর তিনি কঠোরতা এবং অন্য কিছুর কারণে যাহা দান করেন না তাহা কোমলতার জন্য দান করেন। -মুসলিম। মুসলিমের অপর এক বর্ণনায় আছে; একদা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা (রাঃ) -কে বলিলেন। কোমলতা নিজের জন্য বাধ্যতামূলক করিয়া লও এবং কঠোরতা ও নির্লজ্জতা হইতে নিজেকে বাঁচাইয়া রাখ। বস্তুতঃ যেই জিনিসে নম্রতা ও কোমলতা থাকে সেটাই উহার শ্রীবৃদ্ধির কারণ হয়। আর যেই জিনিস হইতে উহা প্রত্যাহার করা হয় উহা ত্রুটিপূর্ণ হইয়া পড়ে।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫০৬৯

পরিচ্ছেদঃ ১৯. প্রথম অনুচ্ছেদ - নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব
৫০৬৯। হযরত জারীর (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যাহাকে কোমলতা বা নম্রতা হইতে বঞ্চিত করা হয়—তাহাকে যাবতীয় কল্যাণ হইতেই বঞ্চিত করা হইল। মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান