মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ৫০৬২
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৮. দ্বিতীয় অনুচ্ছেদ - আত্মসংযম ও কাজে ধীরস্থিরতা
৫০৬২। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, নবী করীম (ﷺ) আবুল হাইসাম ইবনে, তাইয়োহানকে জিজ্ঞাসা করিলেন, তোমার কোন খাদেম আছে কি? তিনি বলিলেন; না। তখন হুযূর (ﷺ) বলিলেনঃ যখন আমাদের কাছে কয়েদী আসিবে তখন তুমি আমাদের নিকট আসিও। অতঃপর নবী (ﷺ)-এর নিকট দুই জন কয়েদী আনা হইল এবং এই সময় আবুল হাইসামও আসিয়া উপস্থিত হইলেন। তখন নবী করীম (ﷺ) আবুল হাইসামকে বলিলেনঃ ইহাদের মধ্য হইতে যে কোন একটিকে পছন্দ করিয়া লও। তিনি বলিলেন, ইয়া নবী আল্লাহ্! আপনিই আমার জন্য পছন্দ করিয়া দিন। তখন নবী (ﷺ) বলিলেনঃ যাহার নিকট পরামর্শ চাওয়া হয়, সে হইল আমানতদার। অতঃপর বলিলেনঃ এটিই লইয়া যাও। কেননা, আমি তাহাকে নামায পড়িতে দেখিয়াছি। তবে আমি ইহার সম্পর্কে এই উপদেশ দিতেছি যে, তাহার সহিত সদাচরণ করিবে। —তিরমিযী
كتاب الآداب
وَعَنْ أَبِي
هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لأبي الهيثمِ بن التَّيِّهان: «هَلْ لَكَ خَادِمٌ؟» فَقَالَ: لَا. قَالَ: فَإِذَا أَتَانَا سَبْيٌ فَأْتِنَا فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَأْسَيْنِ فَأَتَاهُ أَبُو الْهَيْثَمِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اخْتَرْ مِنْهُمَا» . فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ اخْتَرْ لِي فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمُسْتَشَارَ مُؤْتَمَنٌ. خُذْ هَذَا فَإِنِّي رَأَيْتُهُ يُصَلِّي وَاسْتَوْصِ بِهِ مَعْرُوفًا» . رَوَاهُ التِّرْمِذِيّ
هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لأبي الهيثمِ بن التَّيِّهان: «هَلْ لَكَ خَادِمٌ؟» فَقَالَ: لَا. قَالَ: فَإِذَا أَتَانَا سَبْيٌ فَأْتِنَا فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَأْسَيْنِ فَأَتَاهُ أَبُو الْهَيْثَمِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اخْتَرْ مِنْهُمَا» . فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ اخْتَرْ لِي فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمُسْتَشَارَ مُؤْتَمَنٌ. خُذْ هَذَا فَإِنِّي رَأَيْتُهُ يُصَلِّي وَاسْتَوْصِ بِهِ مَعْرُوفًا» . رَوَاهُ التِّرْمِذِيّ
তাহকীক:
হাদীস নং: ৫০৬৩
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৮. দ্বিতীয় অনুচ্ছেদ - আত্মসংযম ও কাজে ধীরস্থিরতা
৫০৬৩। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ বৈঠকসমূহের আলোচনা আমানতস্বরূপ (যাহা গোপন রাখা উচিত,) তবে এই তিন ব্যাপারের বৈঠক আমানত নহে (সংশ্লিষ্ট ব্যক্তিকে জানাইয়া দেওয়া জরুরী)। (১) অন্যায়ভাবে হত্যার ষড়যন্ত্র বৈঠকের গোপন আলোচনা। (২) গোপনে ব্যভিচারের আলোচনা। (৩) অন্যায়- ভাবে কাহারও সম্পদ ছিনাইয়া লওয়ার ষড়যন্ত্র বৈঠকের গোপন আলোচনা। –আবু দাউদ। হযরত আবু সাঈদ কর্তৃক বর্ণিত হাদীস ان اعظم الامانة ‘মুবাশারাহ্' অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে বর্ণিত হইয়াছে।
كتاب الآداب
وَعَنْ جَابِرٍ
قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: المجالسُ بالأمانةِ إِلَّا ثلاثَةَ مَجَالِسَ: سَفْكُ دَمٍ حَرَامٍ أَوْ فَرْجٌ حَرَامٌ واقتطاع مَالٍ بِغَيْرِ حَقٍّ . رَوَاهُ أَبُو دَاوُدَ
وَذَكَرَ حَدِيثَ أَبِي سَعِيدٍ: «إِنَّ أَعْظَمَ الْأَمَانَةِ» فِي «بَاب المباشرةِ» فِي «الْفَصْل الأول»
قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: المجالسُ بالأمانةِ إِلَّا ثلاثَةَ مَجَالِسَ: سَفْكُ دَمٍ حَرَامٍ أَوْ فَرْجٌ حَرَامٌ واقتطاع مَالٍ بِغَيْرِ حَقٍّ . رَوَاهُ أَبُو دَاوُدَ
وَذَكَرَ حَدِيثَ أَبِي سَعِيدٍ: «إِنَّ أَعْظَمَ الْأَمَانَةِ» فِي «بَاب المباشرةِ» فِي «الْفَصْل الأول»
তাহকীক:
হাদীস নং: ৫০৬৪
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৮. তৃতীয় অনুচ্ছেদ - আত্মসংযম ও কাজে ধীরস্থিরতা
৫০৬৪। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলা যখন (আকূল) জ্ঞান সৃষ্টি করিলেন তখন উহাকে বলিলেনঃ দাঁড়াও, তখন উহা দাঁড়াইল। অতঃপর উহাকে বলিলেন পিছনে ফির, উহা পিছনে ফিরিল। তারপর উহাকে বলিলেনঃ সম্মুখের দিকে ফির, উহা সম্মুখের দিকে ফিরিল। অতঃপর বলিলেনঃ বস, উহা বসিল। অতঃপর বলিলেনঃ আমি তোমা অপেক্ষা উত্তম, শ্রেষ্ঠ এবং সুন্দর আর কোন বস্তু সৃষ্টি করি নাই। আমি তোমার দ্বারা (বান্দার নিকট হইতে) বন্দেগী আদায় করি, তোমার দ্বারাই (সওয়াব ও মর্যাদা) দান করি। তোমার দ্বারাই আমি পরিচিত হই। তোমার দ্বারাই আমি অসন্তুষ্টি দেখাই। তোমার দ্বারাই সওয়াব দান করি এবং তোমার কারণেই সাজা প্রদান করি। কোন কোন আলেম এই হাদীসটির উপর সমালোচনা করিয়াছেন।
كتاب الآداب
الْفَصْل الثَّالِث
عَنْ
أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَمَّا خَلَقَ اللَّهُ الْعَقْلَ قَالَ لَهُ: قُمْ فَقَامَ ثُمَّ قَالَ لَهُ: أدبر ثُمَّ قَالَ لَهُ: أَقْبِلْ فَأَقْبَلَ ثُمَّ قَالَ لَهُ: اقْعُدْ فَقَعَدَ ثُمَّ قَالَ: مَا خَلَقْتُ خَلْقًا هُوَ خَيْرٌ مِنْكَ وَلَا أَفْضَلُ مِنْكَ وَلَا أَحْسَنُ مِنْكَ بِكَ آخُذُ وَبِكَ أُعْطِي وَبِكَ أُعْرَفُ وَبِكَ أُعَاتِبُ وَبِكَ الثَّوَابُ وَعَلَيْكَ العقابُ . وَقد تكلم فِيهِ بعض الْعلمَاء
أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَمَّا خَلَقَ اللَّهُ الْعَقْلَ قَالَ لَهُ: قُمْ فَقَامَ ثُمَّ قَالَ لَهُ: أدبر ثُمَّ قَالَ لَهُ: أَقْبِلْ فَأَقْبَلَ ثُمَّ قَالَ لَهُ: اقْعُدْ فَقَعَدَ ثُمَّ قَالَ: مَا خَلَقْتُ خَلْقًا هُوَ خَيْرٌ مِنْكَ وَلَا أَفْضَلُ مِنْكَ وَلَا أَحْسَنُ مِنْكَ بِكَ آخُذُ وَبِكَ أُعْطِي وَبِكَ أُعْرَفُ وَبِكَ أُعَاتِبُ وَبِكَ الثَّوَابُ وَعَلَيْكَ العقابُ . وَقد تكلم فِيهِ بعض الْعلمَاء
তাহকীক:
হাদীস নং: ৫০৬৫
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৮. তৃতীয় অনুচ্ছেদ - আত্মসংযম ও কাজে ধীরস্থিরতা
৫০৬৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ কোন ব্যক্তি নামাযী, রোযাদার, যাকাতদাতা এবং হজ্জ ও উমরা পালন- কারীদের মধ্যে হয়, এমনকি হুযূর (ﷺ) অন্যান্য কল্যাণের কাজগুলিও উল্লেখ করিয়া বলিলেন, কিন্তু কিয়ামতের দিন তাহাকে তাহার জ্ঞান পরিমাণই প্রতিফল দেওয়া হইবে।
كتاب الآداب
وَعَنِ ابْنِ
عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الرَّجُلَ لِيَكُونُ مِنْ أَهْلِ الصَّلَاةِ وَالصَّوْمِ وَالزَّكَاةِ وَالْحَجِّ وَالْعُمْرَةِ» . حَتَّى ذَكَرَ سِهَامَ الْخَيْرِ كُلَّهَا: «وَمَا يُجْزَى يَوْم الْقِيَامَة إِلا بقدرِ عقله»
عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الرَّجُلَ لِيَكُونُ مِنْ أَهْلِ الصَّلَاةِ وَالصَّوْمِ وَالزَّكَاةِ وَالْحَجِّ وَالْعُمْرَةِ» . حَتَّى ذَكَرَ سِهَامَ الْخَيْرِ كُلَّهَا: «وَمَا يُجْزَى يَوْم الْقِيَامَة إِلا بقدرِ عقله»
তাহকীক:
হাদীস নং: ৫০৭০
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৯. প্রথম অনুচ্ছেদ - নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব
৫০৭০। হযরত আব্দুল্লাহ্ ইবনে উমর (রাঃ) হইতে বর্ণিত, একদা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী ব্যক্তির নিকট দিয়া যাইতেছিলেন, তখন সে তাহার ভাইকে লজ্জা করার ব্যাপারে উপদেশ দিতেছিল, তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ তাহাকে ছাড়িয়া দাও। কেননা, লজ্জা হইল ঈমানের অঙ্গ। —মোত্তাঃ
كتاب الآداب
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى رَجُلٍ مِنَ الْأَنْصَارِ وَهُوَ يَعِظُ أَخَاهُ فِي الْحَيَاءِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْهُ فَإِنَّ الْحَيَاءَ مِنَ الْإِيمَانِ» . مُتَّفَقٌ عَلَيْهِ
তাহকীক: