মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৯ টি
হাদীস নং: ৪৯৪৬
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৪. তৃতীয় অনুচ্ছেদ - অনুগ্রহ ও স্বজনে সদাচার
৪৯৪৬। হযরত সাঈদ ইবনে আস্ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেমন পিতার অধিকার তাহার সন্তানের উপর রহিয়াছে তেমনই বড় ভাইয়ের অধিকার ছোট ভাইদের উপর রহিয়াছে। – বায়হাকী
كتاب الآداب
وَعَن
سعيدِ بْنِ الْعَاصِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «حقُّ كبيرِ الإِخوَةِ على صَغِيرِهِمْ حَقُّ الْوَالِدِ عَلَى وَلَدِهِ» . رَوَى الْبَيْهَقِيُّ الأحاديثَ الخمسةَ فِي «شعب الْإِيمَان»
سعيدِ بْنِ الْعَاصِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «حقُّ كبيرِ الإِخوَةِ على صَغِيرِهِمْ حَقُّ الْوَالِدِ عَلَى وَلَدِهِ» . رَوَى الْبَيْهَقِيُّ الأحاديثَ الخمسةَ فِي «شعب الْإِيمَان»
তাহকীক:
হাদীস নং: ৪৯৪৭
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৫. প্রথম অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৪৯৪৭। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ্ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আল্লাহ্ তা'আলা সেই ব্যক্তির উপর অনুগ্রহ করেন না যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না। — মোত্তাঃ
كتاب الآداب
بَابُ الشَّفَقَةِ وَالرَّحْمَةِ عَلَى الْخَلْقِ: الْفَصْل الأول
عَن جَرِيرِ بْنِ عَبْدُ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَرْحَمُ اللَّهُ مَنْ لَا يَرْحَمُ النَّاسَ» . مُتَّفق عَلَيْهِ
তাহকীক:
হাদীস নং: ৪৯৪৮
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৫. প্রথম অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৪৯৪৮। হযরত আয়েশা (রাঃ) বলেন, একদা এক বেদুঈন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিল (সে দেখিল সাহাবায়ে কেরামগণ নিজেদের শিশু সন্তানদিগকে চুমু দিয়া আদর করিতেছেন।) তখন সে বলিল, তোমরা কি শিশুদিগকে চুম্বন কর ? আমরা তো শিশুদের চুম্বন করি না। তখন নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন : যদি আল্লাহ্ তাআলা তোমার অন্তর হইতে স্নেহ-মমতা বাহির করিয়া ফেলেন তবে আমি কি উহা বাধা দিতে সক্ষম হইব? ——মোত্তাঃ
كتاب الآداب
وَعَن عائشةَ قَالَتْ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَتُقَبِّلُونَ الصِّبْيَانَ؟ فَمَا نُقَبِّلُهُمْ. فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم: «أوَ أملكُ لَكَ أَنْ نَزَعَ اللَّهُ مِنْ قَلْبِكَ الرَّحْمَةَ» . مُتَّفق عَلَيْهِ
তাহকীক:
হাদীস নং: ৪৯৪৯
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৫. প্রথম অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৪৯৪৯। হযরত আয়েশা (রাঃ) বলেন, একদা এক মহিলা আমার নিকট আসিল এবং তাহার সঙ্গে ছিল তাহার দুইটি কন্যা। মহিলাটি আমার কাছে কিছু ভিক্ষা চাহিল, তখন আমার কাছে একটি খেজুর ছাড়া কিছুই ছিল না। আমি উহাই তাহাকে দিয়া দিলাম, অতঃপর সে উহাকে তাহার উভয় কন্যার মধ্যে ভাগ করিয়া দিল এবং তাহা হইতে সে নিজে কিছুই খাইল না। তারপর সে উঠিয়া চলিয়া গেল। এমন সময় নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করিলেন। আমি ঘটনাটি তাহাকে বলিলাম, তখন তিনি বলিলেন যে এই সমস্ত কন্যাদের ব্যাপারে সমস্যায় পড়িয়াছে এবং তাহাদের সাথে উত্তম আচরণ করিয়াছে, তবে এই কন্যাগণ তাহার জন্য দোযখের আগুন হইতে অন্তরায় হইবে। মোত্তাঃ
كتاب الآداب
وَعَنْهَا قَالَتْ: جَاءَتْنِي امْرَأَةٌ وَمَعَهَا ابْنَتَانِ لَهَا تَسْأَلُنِي فَلَمْ تَجِدْ عِنْدِي غَيْرَ تَمْرَةٍ وَاحِدَةٍ فَأَعْطَيْتُهَا إِيَّاهَا فَقَسَمَتْهَا بَيْنَ ابْنَتَيْهَا وَلَمْ تَأْكُلْ مِنْهَا ثُمَّ قَامَتْ فَخَرَجَتْ. فَدَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَدَّثْتُهُ فَقَالَ: «مَنِ ابْتُلِيَ مِنْ هَذِهِ الْبَنَاتِ بِشَيْءٍ فَأَحْسَنَ إِلَيْهِنَّ كُنَّ لَهُ سِتْرًا مِنَ النَّارِ» . مُتَّفَقٌ عَلَيْهِ
তাহকীক:
হাদীস নং: ৪৯৫০
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৫. প্রথম অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৪৯৫০। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যে ব্যক্তি দুইটি কন্যার বয়ঃপ্রাপ্ত হওয়া পর্যন্ত লালন-পালনের দায়িত্ব পালন করিবে, আমি ও সেই ব্যক্তি কিয়ামতের দিন এইভাবে একত্রে থাকিব। এই বলিয়া তিনি নিজের অঙ্গুলী গুলি মিলাইলেন। —মুসলিম
كتاب الآداب
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ عَالَ جَارِيَتَيْنِ حَتَّى تَبْلُغَا جَاءَ يَوْمَ الْقِيَامَةِ أَنَا وَهُوَ هَكَذَا» وضمَّ أصابعَه. رَوَاهُ مُسلم
তাহকীক:
হাদীস নং: ৪৯৫১
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৫. প্রথম অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৪৯৫১। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: বিধবা ও মিসকিনের তত্ত্বাবধানকারী আল্লাহর রাস্তায় জিহাদকারীর মত। রাবী বলেন, আমার ধারণা, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহাও বলিয়াছেন রাত্রি জাগরণকারী— যে অলসতা করে না এবং ঐ রোযাদারের মত যে কখনও রোযা ভঙ্গ করে না। -মোত্তাঃ
كتاب الآداب
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «السَّاعِي عَلَى الْأَرْمَلَةِ وَالْمِسْكِينِ كَالسَّاعِي فِي سَبِيلِ اللَّهِ» وَأَحْسَبُهُ قَالَ: «كَالْقَائِمِ لَا يَفْتُرُ وَكَالصَّائِمِ لَا يفْطر» . مُتَّفق عَلَيْهِ
তাহকীক:
হাদীস নং: ৪৯৫২
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৫. প্রথম অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৪৯৫২। হযরত সাহল ইবনে সা'দ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আমি ও ইয়াতীমের দায়িত্ব বহনকারী—সেই ইয়াতীম নিজের নিকটতম আত্মীয়ের হউক বা অন্য কাহারও হউক, বেহেশতে এইরূপ হইব। ইহা বলিয়া তিনি নিজের শাহাদৎ ও মধ্যমা অঙ্গুলী দ্বারা ইশারা করিলেন এবং উভয়ের মধ্যে কিঞ্চিৎ ফাঁক রাখিলেন। —বুখারী
كتاب الآداب
وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا وَكَافِلُ الْيَتِيمِ لَهُ وَلِغَيْرِهِ فِي الْجَنَّةِ هَكَذَا» وَأَشَارَ بِالسَّبَّابَةِ وَالْوُسْطَى وفرَّجَ بَينهمَا شَيْئا. رَوَاهُ البُخَارِيّ
তাহকীক:
হাদীস নং: ৪৯৫৩
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৫. প্রথম অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৪৯৫৩। হযরত নোমান ইবনে বাশীর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ তুমি ঈমানদারদিগকে তাহাদের পারস্পরিক সহানুভূতি, বন্ধুত্ব ও দয়া অনুগ্রহের ক্ষেত্রে একটি দেহের মত দেখিবে। যখন দেহের কোন অঙ্গ অসুস্থ হয় তখন সমস্ত শরীর তজ্জন্য বিনিদ্র ও জ্বরে আক্রান্ত হয়। মোত্তাঃ
كتاب الآداب
وَعَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَرَى الْمُؤْمِنِينَ فِي تراحُمِهم وتوادِّهم وتعاطفِهم كمثلِ الجسدِ إِذا اشْتَكَى عضوا تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّى» . مُتَّفَقٌ عَلَيْهِ
তাহকীক:
হাদীস নং: ৪৯৫৪
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৫. প্রথম অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৪৯৫৪। হযরত নোমান ইবনে বাশীর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ সকল মু'মিন এক ব্যক্তির মত, যদি তাহার চক্ষু অসুস্থ হয় তখন তাহার সর্বাঙ্গ অসুস্থ হইয়া পড়ে। আর যদি তাহার মাথায় ব্যথা হয় তখন তাহার সমস্ত দেহই বাধিত হয়। —মুসলিম
كتاب الآداب
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤْمِنُونَ كَرَجُلٍ وَاحِدٍ إِنِ اشْتَكَى عَيْنُهُ اشْتَكَى كُلُّهُ وَإِنِ اشْتَكَى رَأْسُهُ اشْتَكَى كُله» . رَوَاهُ مُسلم
তাহকীক: