মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৪৯১০
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৩. তৃতীয় অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৯১০। হযরত উকবা ইবনে আমের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমাদের বংশ পরিচয় এমন কোন বস্তু নয় যে, উহার কারণে তোমরা অন্যকে মন্দ বলিবে। তোমরা সকলেই আদমের সন্তান। সেরের পালি পালির সমান, যাহাকে তোমরা পূর্ণ কর নাই। দ্বীন ও তাকওয়া ছাড়া একজনের উপর আরেক জনের কোনই মর্যাদা নাই। বস্তুতঃ কোন ব্যক্তির মন্দ হওয়ার জন্য অশ্লীল বাকচারী ও কৃপণ হওয়াই যথেষ্ট। —আহমদ ও বায়হাকী
كتاب الآداب
وَعَنْ
عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْسَابُكُمْ هَذِهِ لَيْسَتْ بِمَسَبَّةٍ عَلَى أَحَدٍ كُلُّكُمْ بَنُو آدَمَ طَفُّ الصَّاعِ بِالصَّاعِ لَمْ تملؤوه لَيْسَ لِأَحَدٍ عَلَى أَحَدٍ فَضْلٌ إِلَّا بِدِينٍ وَتَقْوًى كَفَى بِالرَّجُلِ أَنْ يَكُونَ بَذِيًّا فَاحِشًا بَخِيلًا» . رَوَاهُ أَحْمَدُ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»
عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْسَابُكُمْ هَذِهِ لَيْسَتْ بِمَسَبَّةٍ عَلَى أَحَدٍ كُلُّكُمْ بَنُو آدَمَ طَفُّ الصَّاعِ بِالصَّاعِ لَمْ تملؤوه لَيْسَ لِأَحَدٍ عَلَى أَحَدٍ فَضْلٌ إِلَّا بِدِينٍ وَتَقْوًى كَفَى بِالرَّجُلِ أَنْ يَكُونَ بَذِيًّا فَاحِشًا بَخِيلًا» . رَوَاهُ أَحْمَدُ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»
তাহকীক:
হাদীস নং: ৪৯১১
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৪. প্রথম অনুচ্ছেদ - অনুগ্রহ ও স্বজনে সদাচার
৪৯১১। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একদা এক ব্যক্তি আরয করিল, ইয়া রাসূলাল্লাহ্। আমার সাহচর্যে কে সর্বাপেক্ষা অধিক সৌজন্যমূলক আচরণ পাওয়ার অধিকারী? তিনি বলিলেন: তোমার মাতা। সে জিজ্ঞাসা করিল, তারপর কে? তিনি বলিলেন: তোমার মাতা। সে পুনরায় জিজ্ঞাসা করিল, তারপর কে? তিনি বলিলেন: তোমার মাতা। সে পুনরায় জিজ্ঞাসা করিল, তারপর কে? তিনি বলিলেন: তোমার মাতা। সে আবারও জিজ্ঞাসা করিল, অতঃপর কে? তিনি বলিলেনঃ তোমার পিতা। অপর এক বর্ণনায় আছে, তিনি বলিলেন: তোমার মাতা, তারপর তোমার মাতা, তারপর তোমার মাতা, অতঃপর তোমার পিতা। অতঃপর তোমার (পর্যায়ক্রমে) নিকটতম ব্যক্তিবর্গ। মোত্তাঃ
كتاب الآداب
بَابُ الْبِرِّ وَالصِّلَةِ: الْفَصْل الأول
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ مَنْ أَحَقُّ بِحُسْنِ صَحَابَتِي؟ قَالَ: «أُمَّكَ» . قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: «أُمَّكَ» . قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ «أُمَّكَ» . قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: «أَبُوكَ» . وَفِي رِوَايَةٍ قَالَ: «أُمَّكَ ثُمَّ أُمَّكَ ثُمَّ أُمَّكَ ثُمَّ أَبَاكَ ثمَّ أدناك أدناك» . مُتَّفق عَلَيْهِ
তাহকীক: