মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৮ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪৯০৫

পরিচ্ছেদঃ ১৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৯০৫। হযরত ওয়াসিলা ইবনে আসকা' (রাঃ) বলেন, একদা আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আসাবিয়্যাত' কি? তিনি বলিলেনঃ অন্যায় কাজে তোমার স্ব-গোত্রের সাহায্য করা। –আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৯০৬

পরিচ্ছেদঃ ১৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৯০৬। সুরাকা ইবনে মালেক ইবনে জোশুম (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের উদ্দেশে ভাষণ দিলেন এবং বলিলেনঃ তোমাদের মধ্যে সেই ব্যক্তিই উত্তম যে আপন গোত্রের পক্ষ হইতে প্রতিরোধ করে, যে পর্যন্ত না সে কোন গুনাহে লিপ্ত হয়। — আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৯০৭

পরিচ্ছেদঃ ১৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৯০৭। হযরত জুবাইর ইবনে মুতয়িম (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি লোকদিগকে আসাবিয়্যাতের দিকে ডাকে, নিজেও আসাবিয়্যাতের সমর্থনে যুদ্ধ করে এবং আসাবিয়্যাতের সমর্থনে মৃত্যুবরণ করে সে ব্যক্তি আমাদের দলের নহে। –আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৯০৮

পরিচ্ছেদঃ ১৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৯০৮। হযরত আবুদ্দারদা (রাঃ) নবী (ﷺ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ বস্তুর প্রেম তোমাকে অন্ধ ও বধির করিয়া ফেলে। —আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৯০৯

পরিচ্ছেদঃ ১৩. তৃতীয় অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৯০৯। সিরিয়ার ফিলিস্তীনের অধিবাসী উবাদাহ্ ইবনে কাসীর—তিনি তাঁহার আপন গোত্রীয় ‘ফাসীলাহ্' নাম্নী এক মহিলা হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ আমি আমার পিতাকে বলিতে শুনিয়াছি, একদা আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্ ! কোন ব্যক্তির আপন গোত্রীয় লোকদিগকে ভালবাসা কি আসাবিয়্যাত বা সাম্প্রদায়িকতার অন্তর্ভুক্ত? তিনি বলিলেনঃ না; বরং সাম্প্রদায়িকতা হইল কোন ব্যক্তি নিজের গোত্রকে তাহার যুমের উপর সাহায্য-সহায়তা করা। —আহমদ ও ইবনে মাজাহ্

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৯১২

পরিচ্ছেদঃ ১৪. প্রথম অনুচ্ছেদ - অনুগ্রহ ও স্বজনে সদাচার
৪৯১২। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন তাহার নাসিকা ধূলিসাৎ হউক। তাহার নাসিকা ধূলিসাৎ হউক। তাহার নাসিকা ধূলিসাৎ হউক। জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলাল্লাহ্। কে সে? তিনি বলিলেনঃ যে ব্যক্তি নিজের মাতা-পিতার কোন একজনকে অথবা উভয় জনকে তাহাদের বার্ধক্য অবস্থায় পাইল, অথচ সে বেহেশতে প্রবেশ করিল না। মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৯১৩

পরিচ্ছেদঃ ১৪. প্রথম অনুচ্ছেদ - অনুগ্রহ ও স্বজনে সদাচার
৪৯১৩। হযরত আসমা বিনতে আবু বকর (রাঃ) বলেন, কুরাইশদের সাথে মুসলমান দের সন্ধির সময় আমার মা মুশরিকা অবস্থায় আমার কাছে আসিলেন। আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমার মা আমার কাছে আসিয়াছেন, কিন্তু তিনি ইসলামের প্রতি বীতশ্রদ্ধা। এমতাবস্থায় আমি কি তাহার সাথে সদাচরণ করিব। তিনি বলিলেন: হ্যাঁ, তাহার সাথে সদ্ব্যবহার কর। —মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৯১৪

পরিচ্ছেদঃ ১৪. প্রথম অনুচ্ছেদ - অনুগ্রহ ও স্বজনে সদাচার
৪৯১৪। হযরত আমর ইবনুল আস (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, অমুকের বাপের সন্তানগণ আমার বন্ধু নয়। বরং আল্লাহ্ এবং পুণ্যবান মু'মিনগণই আমার প্রকৃত বন্ধু। তবে ঐ সমস্ত লোকদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আছে। সম্ব্যবহার দ্বারা আমি উহা সিক্ত রাখি। —মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান