মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪৮৯৮

পরিচ্ছেদঃ ১৩. প্রথম অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৮৯৮। হযরত ইয়ায ইবনে হিমার মুজাশিয়্যি (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : আল্লাহ্ তা'আলা অহীর মাধ্যমে আমাকে আদেশ করিয়াছেন, তোমরা পরস্পর বিনয়ী হও। এমনকি একে অন্যের উপরে যেন গর্ব না করে এবং একজন যেন আরেক জনের উপরে যুগ্ম না করে। —মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৮৯৯

পরিচ্ছেদঃ ১৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৮৯৯। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ লোকজন যেন তাহাদের বাপ-দাদার উপর গর্ব করা হইতে বিরত থাকে – যাহারা (মরিয়া) দোযখের অঙ্গার হইয়া গিয়াছে। অন্যথায় আল্লাহ্ তা'আলার নিকট তাহারা ময়লার কীট অপেক্ষা ঘৃণিত হইবে, যে কীট নিজের নাক দ্বারা ময়লাকে দোলা দেয়। নিশ্চয় আল্লাহ্ তা'আলা তোমাদের হইতে জাহেলিয়াতের অহমিকা এবং বাপ-দাদার গর্ব দূরীভূত করিয়া দিয়াছেন। অত এর মানুষ পরহেযগার মু'মিন হইবে অথবা পাপী দুর্ভাগা। মানবকুল সকলেই আদমের সন্তান। আর আদম মাটির তৈরী। — তিরমিযী ও আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৯০০

পরিচ্ছেদঃ ১৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৯০০। হযরত মুতাররিফ ইবনে আব্দুল্লাহ্ ইবনে শিখখির (রাঃ) বলেন, একবার আমি বনু আমরের প্রতিনিধি দলের মধ্যে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খেদমতে গেলাম এবং আমরা বলিলাম, আপনি আমাদের সরদার। তখন তিনি বলিলেনঃ সরদার তো আল্লাহ্ই। আমরা বলিলাম, আপনি আমাদের মধ্যে মহামর্যাদাবান এবং দানের দিক দিয়াও সুমহান। তখন তিনি বলিলেনঃ তোমরা এইরূপ কথা বলিতে পার কিংবা ইহার চাইতেও কম, তবে (লক্ষ্য রাখিবে) শয়তান যেন তোমাদিগকে তাহার পথে চালাইতে না পারে। —আহমদ ও আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৯০১

পরিচ্ছেদঃ ১৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৯০১। হাসান (বসরী [রঃ]) হযরত সামুরা (রাঃ) হইতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মান-মর্যাদা হইল ধন-সম্পদ; আর ভদ্রতা হইল তাক্ওয়া অবলম্বন করা। – তিরমিযী ও ইবনে মাজাহ্

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৯০২

পরিচ্ছেদঃ ১৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৯০২। উবাই ইবনে কা'ব (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি জাহিলী যুগের (বংশ খান্দানের) উপর গর্ব করে, তাহাকে বল, সে যেন তাহার পিতৃপুরুষদের লজ্জাস্থান চিবায়; আর এই কথাটি বলিতে ইংগিতের আশ্রয় লইও না। —শরহে সুন্নাহ্

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৯০৩

পরিচ্ছেদঃ ১৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৯০৩। আব্দুর রহমান ইবনে আবু উকবা (রঃ) আবু উকবা হইতে বর্ণনা করেন এবং তিনি (আবু উকবা) ছিলেন পারস্যের অধিবাসী আযাদকৃত গোলাম। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে ওহুদের যুদ্ধে উপস্থিত ছিলাম। তখন আমি এক মুশরিককে (অস্ত্রের দ্বারা) আঘাত করিলাম এবং বলিলাম, এই আঘাত আমার তরফ হইতে লও। আমি হইলাম পারস্যের একজন গোলাম। এই সময় নবী (ﷺ) আমার দিকে তাকাইলেন এবং বলিলেনঃ তুমি কেন এই কথা বলিলে না যে, 'ইহা আমার তরফ হইতে লও, আমি হইলাম একজন আনসারী গোলাম।' –আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান