মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪৮৯২

পরিচ্ছেদঃ ১২. দ্বিতীয় অনুচ্ছেদ - ঠাট্টা ও কৌতুক প্রসঙ্গে
৪৮৯২। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ তোমরা কোন (মুসলমান) ভাইয়ের সহিত ঝগড়া-বিবাদ করিবে না, ঠাট্টা করিবে না এবং এমন ওয়াদা করিবে না যাহা রক্ষা করিতে পারিবে না। – তিরমিযী। এবং তিনি বলিয়াছেন এই হাদীসটি গরীব।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৮৯৩

পরিচ্ছেদঃ ১৩. প্রথম অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৮৯৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল; কোন্ লোকটি সর্বাপেক্ষা সম্মানিত ? তিনি বলিলেন যে লোক আল্লাহ্ তা'আলার কাছে সর্বাপেক্ষা মোত্তাকী বা খোদাভীরু, সে-ই অধিক সম্মানিত। তাহারা বলিলেন, আমরা এই দৃষ্টিকোণ হইতে জিজ্ঞাসা করি নাই। তখন তিনি বলিলেন: সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি হইলেন, আল্লাহর নবী ইউসুফ, (যিনি) আল্লাহর নবী (ইয়াকুব)-এর পুত্র, যিনি আল্লাহর নবী (ইসহাক)-এর পুত্র, যিনি আল্লাহর খলীলের [ইবরাহীম (আঃ)-এর] পুত্র। আবার তাহারা বলিলেনঃ আমরা এই দৃষ্টিকোণ হইতেও জিজ্ঞাসা করি নাই। তখন তিনি বলিলেন তবে তোমরা কি আরবদের বংশ-গোত্র সম্পর্কে আমার কাছে জানিতে চাহিয়াছ? তাহারা বলিলেন, জি-হ্যাঁ। তখন তিনি বলিলেন: তোমাদের যাহারা জাহেলিয়াত যুগে উত্তম ছিল তাহারা ইসলামী যুগেও উত্তম; যখন তাহারা দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করিবে। -মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৮৯৪

পরিচ্ছেদঃ ১৩. প্রথম অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৮৯৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: শরীফ ইবনে শরীফ ইবনে শরীফ ইবনে শরীফ হইলেন, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইবরাহীম। -বুখারী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৮৯৫

পরিচ্ছেদঃ ১৩. প্রথম অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৮৯৫। হযরত বারা ইবনে আযেব (রাঃ) বলেন, হোনাইনের যুদ্ধের দিন আবু সুফিয়ান ইবনে হারেস (রাঃ) রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চরের লাগাম ধরিয়া রাখিয়া ছিলেন। যখন মুশরিকরা তাহাকে চতুর্দিক হইতে ঘিরিয়া ফেলিল, তখন তিনি (সওয়ারী হইতে) নীচে অবতরণ করিলেন এবং বলিতে লাগিলেন: “আমি সত্য নবী, ইহাতে মিথ্যার লেশমাত্র নাই, আমি আব্দুল মুত্তালিবের পুত্র।" বর্ণনাকারী বলেন, সেই দিন তাহার চাইতে দৃঢ় আর কাহাকেও দেখা যায় নাই। —মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৮৯৬

পরিচ্ছেদঃ ১৩. প্রথম অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৮৯৬। হযরত আনাস (রাঃ) বলেন, একদা এক ব্যক্তি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে আসিল এবং তাহাকে লক্ষ্য করিয়া বলিল, হে সৃষ্টির শ্রেষ্ঠ। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ তিনি তো হইলেন হযরত ইবরাহীম। -মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৮৯৭

পরিচ্ছেদঃ ১৩. প্রথম অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৮৯৭। হযরত উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন খৃষ্টানগণ মরিয়মের পুত্র ঈসা (আঃ)-এর প্রশংসায় যেইভাবে বাড়াবাড়ি করিয়াছে, তোমরা আমার ব্যাপারে অনুরূপ বাড়াবাড়ি করিও না। প্রকৃতপক্ষে আমি তো আল্লাহর একজন বান্দা। সুতরাং তোমরা আমাকে আল্লাহর বান্দা ও তাঁহার রাসূলই বল। -মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান