মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৮৮৪
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১২. প্রথম অনুচ্ছেদ - ঠাট্টা ও কৌতুক প্রসঙ্গে
৪৮৮৪। হযরত আনাস (রাঃ) বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা রাখিতেন। এমনকি একদিন আমার ছোট ভাইকে বলিলেনঃ হে আবু উমাইর! তোমার ছোট বুলবুলিটির কি হইল ? তাহার একটি ছোট বুলবুলি পাখী, ছিল উহার সাথে সে খেলা করিত যাহা মরিয়া গিয়াছিল। —মোত্তাঃ
كتاب الآداب
بَابُ الْمُزَاحِ: الْفَصْل الأول
عَن أنس قَالَ: إِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُخَالِطُنَا حَتَّى يَقُولَ لِأَخٍ لِي صَغِيرٍ: «يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ؟» كَانَ لَهُ نُغَيْرٌ يَلْعَبُ بِهِ فَمَاتَ. مُتَّفَقٌ عَلَيْهِ