মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪৮৮৪

পরিচ্ছেদঃ ১২. প্রথম অনুচ্ছেদ - ঠাট্টা ও কৌতুক প্রসঙ্গে
৪৮৮৪। হযরত আনাস (রাঃ) বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা রাখিতেন। এমনকি একদিন আমার ছোট ভাইকে বলিলেনঃ হে আবু উমাইর! তোমার ছোট বুলবুলিটির কি হইল ? তাহার একটি ছোট বুলবুলি পাখী, ছিল উহার সাথে সে খেলা করিত যাহা মরিয়া গিয়াছিল। —মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান