মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৮৭৮
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১১. প্রথম অনুচ্ছেদ - ওয়া‘দা বা প্রতিশ্রুতি
৪৮৭৮। হযরত জাবের (রাঃ) বলেন, যখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করিলেন এবং (প্রথম খলীফা) আবু বকর (রাঃ)-এর নিকট (বারাইনের গভর্ণর) হযরত আ'লা ইবনে হাযরামী (রাঃ)-এর তরফ হইতে মালামাল আসিল, তখন হযরত আবু বকর (রাঃ) বলিলেনঃ নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কাহারও ঋণ থাকে অথবা কাহারও সহিত তাঁহার পক্ষ হইতে কোন ওয়াদা থাকে তবে তাহারা যেন আমার কাছে আসে। হযরত জাবের (রাঃ) বলেন, আমি বলিলাম, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওয়াদা দিয়াছিলেন যে, আমাকে এতগুলি, এতগুলি, এতগুলি দিবেন। অর্থাৎ, তিনি তিনবার নিজের হস্তদ্বয় প্রসারিত করিয়াছিলেন। জাবের (রাঃ) বলেন, অতঃপর আবু বকর (রাঃ) আমাকে এক অঞ্জলি দিলেন, আমি গনিয়া দেখিলাম উহাতে পাঁচ শত দিরহাম রহিয়াছে। তখন তিনি বলিলেনঃ এই পরিমাণ আরও দুইবার লও। — মোত্তাঃ
كتاب الآداب
بَابُ الْوَعْدِ: الْفَصْل الأول
عَن جابرٍ قَالَ: لَمَّا مَاتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَاء أَبُو بَكْرٍ مَالٌ مِنْ قِبَلِ الْعَلَاءِ بْنِ الْحَضْرَمِيِّ. فَقَالَ أَبُو بكر: من كَانَ لَهُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَيْنٌ أَوْ كَانَتْ لَهُ قِبَلَهُ عِدَةٌ فَلْيَأْتِنَا. قَالَ جَابِرٌ: فَقُلْتُ: وَعَدَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعْطِيَنِي هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا. فَبَسَطَ يَدَيْهِ ثَلَاثَ مَرَّاتٍ. قَالَ جَابِرٌ: فَحَثَا لِي حَثْيَةً فَعَدَدْتُهَا فَإِذَا هِيَ خَمْسُمِائَةٍ وَقَالَ: خُذْ مثلَيها. مُتَّفق عَلَيْهِ