মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৮৭৯
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - ওয়া‘দা বা প্রতিশ্রুতি
৪৮৭৯। হযরত আবু জুহাইফা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে দেখিয়াছি, তিনি ছিলেন ফর্সা, তাহার (চুলে) কিছুটা শুভ্রতা দেখা দিয়াছিল। আর হাসান ইবনে আলী (রাঃ) ছিলেন তাঁহার সাদৃশ্য। আর তিনি আমাদিগকে তেরটি জোয়ান উট প্রদান করিতে আদেশ করিয়াছিলেন। পরে একসময় আমরা সেইগুলি আনিতে গেলে আমাদের কাছে তাঁহার ওফাতের সংবাদ পৌঁছিল। সুতরাং তখন আর আমাদিগকে কিছুই দেওয়া হইল না। অতঃপর যখন হযরত আবু বকর [(রাঃ) খলীফা নির্বাচিত হইয়া খুৎবা দিতে] দাঁড়াইলেন, তখন তিনি বলিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট যাহার কোন প্রতিশ্রুতি রহিয়াছে, সে যেন আমার কাছে আসে। বর্ণনাকারী বলেন, তখন আমি দাড়াইলাম এবং কথাটি তাঁহাকে জানাইলাম। অতঃপর তিনি আমাদিগকে উহা প্রদান করিতে নির্দেশ দিলেন। —তিরমিযী
كتاب الآداب
الْفَصْل الثَّانِي
عَنْ أَبِي جُحَيْفَةَ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْيَضَ قَدْ شَابَ وَكَانَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ يُشْبِهُهُ وَأَمَرَ لَنَا بِثَلَاثَةَ عَشَرَ قَلُوصًا فَذَهَبْنَا نَقْبِضُهَا فَأَتَانَا مَوْتُهُ فَلَمْ يُعْطُونَا شَيْئًا. فَلَمَّا قَامَ أَبُو بَكْرٍ قَالَ: مَنْ كَانَتْ لَهُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِدَةٌ فَلْيَجِئْ فَقُمْتُ إِلَيْهِ فَأَخْبَرْتُهُ فَأَمَرَ لَنَا بِهَا. رَوَاهُ التِّرْمِذِيُّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৮৮০
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - ওয়া‘দা বা প্রতিশ্রুতি
৪৮৮০। হযরত আব্দুল্লাহ্ ইবনে আবু হাসমা (রাঃ) বলেন, নবী (ﷺ)-এর নুবুওয়তপ্রাপ্তির পূর্বে আমি তাঁহার নিকট হইতে কিছু খরিদ করিয়াছিলাম, যাহার কিছু মূল্য পরিশোধ আমার উপর বাকী রহিয়া গিয়াছিল। আমি তাঁহাকে কথা দিলাম যে, উহা এই স্থানে লইয়া আসিতেছি। কিন্তু আমি (সেই প্রতিশ্রুতির কথা) ভুলিয়া গেলাম। তিন দিন পরে আমার স্মরণ হইল। আসিয়া দেখিলাম তিনি উক্ত স্থানেই আছেন। অতঃপর (শুধু এতটুকুই) বলিলেনঃ ‘তুমি আমাকে তো কষ্টে ফেলিয়াছিলে, আমি তিন দিন যাবৎ এইস্থানে তোমার অপেক্ষা করিতেছি।' –আবু দাউদ
كتاب الآداب
وَعَن عبدِ الله بن أبي الحَسْماءِ قَالَ: بَايَعْتُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ أَنْ يُبْعَثَ وَبَقِيَتْ لَهُ بَقِيَّةٌ فَوَعَدْتُهُ أَنْ آتِيَهُ بِهَا فِي مَكَانِهِ فَنَسِيتُ فَذَكَرْتُ بَعْدَ ثَلَاثٍ فَإِذَا هُوَ فِي مَكَانِهِ فَقَالَ: «لَقَدْ شَقَقْتَ عَلَيَّ أَنَا هَهُنَا مُنْذُ ثَلَاثٍ أنتظرك» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীস নং: ৪৮৮১
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - ওয়া‘দা বা প্রতিশ্রুতি
৪৮৮১। হযরত যায়েদ ইবনে আরকাম (রাঃ) নবী (ﷺ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ যখন কোন ব্যক্তি তাহার কোন (মুসলমান) ভাইকে কোন বিষয়ে প্রতিশ্রুতি দেয় এবং এই নিয়ত রাখে যে, উহা পূরণ করিবে। কিন্তু পরে কোন কারণে তাহা পূরণ করিতে পারে নাই এবং যথাসময়ে আসিয়া ওয়াদা রক্ষা করিতে পারিল না, ইহাতে তাহার কোন গুনাহ্ হইবে না। – আবু দাউদ ও তিরমিযী
كتاب الآداب
وَعَن زيد بن أَرقم عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا وَعَدَ الرَّجُلُ أَخَاهُ وَمِنْ نِيَّتِهِ أَنْ يَفِيَ لَهُ فَلَمْ يَفِ وَلِمَ يَجِئْ لِلْمِيعَادِ فَلَا إِثْمَ عَلَيْهِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৮৮২
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - ওয়া‘দা বা প্রতিশ্রুতি
৪৮৮২। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমের (রাঃ) বলেন, একদা আমার মা আমাকে ডাকিলেন, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের ঘরে বসা ছিলেন। মা আমাকে বলিলেন, এদিকে আস, আমি তোমাকে (একটি জিনিস) দিব। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) আমার মাকে জিজ্ঞাসা করিলেনঃ তুমি তাহাকে কি দিতে ইচ্ছা করিয়াছ? বলিলেন, আমি তাহাকে একটি খেজুর দিতে ইচ্ছা করিয়াছি। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাহাকে বলিলেনঃ জানিয়া রাখ। যদি তুমি তাহাকে উহা না দিতে, তবে তোমার আমলনামায় একটি মিথ্যা লিখা হইত। —আবু দাউদ ও বায়হাকী শো'আবুল ঈমানে
كتاب الآداب
وَعَن عبدِ الله بن عامرٍ قَالَ: دَعَتْنِي أُمِّي يَوْمًا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ فِي بَيْتِنَا فَقَالَتْ: هَا تَعَالَ أُعْطِيكَ. فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَرَدْتِ أَنْ تُعْطِيهِ؟» قَالَتْ: أَرَدْتُ أَنْ أُعْطِيَهُ تَمْرًا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا إِنَّكِ لَوْ لَمْ تُعْطِيهِ شَيْئًا كُتِبَتْ عَلَيْكِ كَذِبَةٌ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»