মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪৫৭৮

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - শুভ ও অশুভ লক্ষণ
৪৫৭৮। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন রোগে সংক্রামী কিছু নাই। পেঁচার মধ্যে কুলক্ষণের কিছুই নাই এবং সফর মাসেও অশুভ নাই। তখন এক বেদুইন বলিয়া উঠিল, ইয়া রাসুলাল্লাহ্! তাহা হইলে উটের এই দশা কেন হয় যে, উটের পাল ময়দানে হরিণের মত বিচরণ করে, এমতাবস্থায় তাহাদের সাথে চর্ম রোগাক্রান্ত একটি উট আসিয়া মিশিল এবং উহাদিগকেও চর্মরোগী বানাইয়া দিল। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন: আচ্ছা তাহা হইলে প্রথম উটটির চর্মরোগ কোথা হইতে আসিল? -বুখারী,

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৫৭৯

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - শুভ ও অশুভ লক্ষণ
৪৫৭৯। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ রোগে সংক্রামক হওয়া বলিতে কিছুই নাই। পেঁচার মধ্যে কুলক্ষণের কিছুই নাই। তারকার (উদয় বা অস্ত যাওয়ার দরুন বৃষ্টি হওয়া ভিত্তিহীন এবং সফর মাসে অশুভ নাই। মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৫৮০

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - শুভ ও অশুভ লক্ষণ
৪৫৮০। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, রোগে ছোঁয়াচ লাগা, সফর মাস অশুভ হওয়া বা ভূত-প্রেতের ধারণার কোন অস্তিত্ব নাই। মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৫৮১

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - শুভ ও অশুভ লক্ষণ
৪৫৮১। হযরত আমর ইবনে শারীদ (রাঃ) তাহার পিতা হইতে বর্ণনা করেন, তিনি বলেন, সকীফ দলের মধ্যে একজন কুষ্ঠরোগী ছিল। (সে বায়আতের উদ্দেশ্যে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিতে চাহিল, তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কাছে লোক পাঠাইয়া এই সংবাদ জানাইয়া দিলেন যে, আমি অবশ্যই তোমার বায়আত করিয়া লইয়াছি (এখানে আসিয়া আমার হাতে হাত রাখিয়া বায়আত করার প্রয়োজন নাই)। সুতরাং তুমি চলিয়া যাও। মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৫৮২

পরিচ্ছেদঃ ১. দ্বিতীয় অনুচ্ছেদ - শুভ ও অশুভ লক্ষণ
৪৫৮২। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) শুভ লক্ষণ গ্রহণ করিতেন। আর কোন কিছু হইতে অশুভ ধারণা গ্রহণ করিতেন না এবং তিনি ভাল নামকে পছন্দ করিতেন। — শরহে সুন্নাহ্

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৫৮৩

পরিচ্ছেদঃ ১. দ্বিতীয় অনুচ্ছেদ - শুভ ও অশুভ লক্ষণ
৪৫৮৩। হযরত কাতান ইবনে কাবীছা (রাঃ) তাঁহার পিতা হইতে বর্ণনা করেন যে, নবী (ﷺ) বলিয়াছেনঃ (ভাগ্যের ভাল-মন্দ নির্ণয়ের জন্য) পাখী উড়ান বা ঢিল ছোড়া বা কোন কিছুতে অশুভ লক্ষণ মান্য করা শিরকের অন্তর্ভুক্ত। –আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান