মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৮ টি
হাদীস নং: ৪৩৮৩
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
১. প্রথম অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৩৮৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের আংটি তৈয়ার করাইলেন। অপর এক রেওয়ায়তে আছে, তিনি উহাকে ডান হাতে ব্যবহার করিলেন। অতঃপর উহাকে খুলিয়া ফেলিয়া দিলেন এবং পরে রূপার আংটি তৈয়ার করাইলেন। উহাতে অঙ্কিত ছিল محمد رسول الله "মুহাম্মাদুর রাসূলুল্লাহ্" এবং বলিলেন: কেহ যেন তাহার আংটি আমার আংটির নকশার অনুরূপ অঙ্কিত না করে। হুযূর (ছাঃ) যখন উহা পরিতেন, উহার নক্শা হাতলীর ভিতরের দিকে রাখিতেন। মোত্তাঃ
كتاب اللباس
بَابُ الْخَاتَمِ: الْفَصْل الأول
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: اتَّخَذَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ ذَهَبٍ وَفِي رِوَايَةٍ: وَجَعَلَهُ فِي يَدِهِ الْيُمْنَى ثُمَّ أَلْقَاهُ ثُمَّ اتَّخَذَ خَاتَمًا مِنْ الْوَرق نُقِشَ فِيهِ: مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ وَقَالَ: «لَا يَنْقُشَنَّ أَحَدٌ عَلَى نَقْشِ خَاتَمِي هَذَا» . وَكَانَ إِذَا لَبِسَهُ جَعَلَ فَصَّهُ مِمَّا يَلِي بَطْنَ كَفه
তাহকীক:
হাদীস নং: ৪৩৮৪
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
১. প্রথম অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৩৮৪। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশম ও হলুদ রংের কাপড় পরিধান করিতে ও স্বর্ণের আংটি ব্যবহার করিতে এবং কোরআনের কোন অংশ রুকুর মধ্যে পাঠ করিতে নিষেধ করিয়াছেন। মুসলিম
كتاب اللباس
وَعَنْ عَلِيٍّ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لُبْسِ الْقَسِّيِّ وَالْمُعَصْفَرِ وَعَنْ تَخْتُّمِ الذَّهَبِ وَعَنْ قِرَاءَةِ الْقُرْآنِ فِي الرُّكُوعِ. رَوَاهُ مُسلم
তাহকীক:
হাদীস নং: ৪৩৮৫
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
১. প্রথম অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৩৮৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে একটি স্বর্ণের আংটি দেখিতে পাইলেন। তখনই তিনি তাহার হাত হইতে উহা খুলিয়া ফেলিয়া দিলেন এবং বলিলেন: তোমাদের কেহ কি ইহা চায় যে, জ্বলন্ত অঙ্গার লইয়া নিজ হাতে রাখিবে। অতঃপর রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলিয়া গেলে লোকেরা তাহাকে বলিল, তুমি তোমার আংটিটি তুলিয়া লও এবং উহা হইতে (অন্য কোনভাবে) উপকৃত হও। তখন সে বলিল, আল্লাহর কসম; আমি উহা কখনো তুলিয়া লইব না, যাহা স্বয়ং রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলিয়া দিয়াছেন। —মুসলিম
كتاب اللباس
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى خَاتَمًا مِنْ ذَهَبٍ فِي يَدِ رَجُلٍ فَنَزَعَهُ فَطَرَحَهُ فَقَالَ: «يَعْمِدُ أَحَدُكُمْ إِلَى جَمْرَةٍ مِنْ نَارٍ فَيَجْعَلُهَا فِي يَدِهِ؟» فَقِيلَ لِلرَّجُلِ بَعْدَمَا ذَهَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: خُذْ خَاتَمَكَ انْتَفِعْ بِهِ. قَالَ: لَا وَاللَّهِ لَا آخُذُهُ أَبَدًا وَقَدْ طَرَحَهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ مُسلم
তাহকীক:
হাদীস নং: ৪৩৮৬
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
১. প্রথম অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৩৮৬। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, যখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যের রাজা কিসরা এবং রোম সম্রাট কায়সার এবং নাজাশীর নিকট (ইসলামের প্রতি আহ্বান জানাইয়া) পত্র লিখিতে ইচ্ছা করিলেন, তখন তাঁহাকে বলা হইল যে, তাহারা এমন লিপি গ্রহণ করে না (তথা গুরুত্ব দেয় না) যাহা মোহর বা সীলযুক্ত নহে। অতঃপর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আংটি তৈয়ার করাইলেন, উহার গোল চাক্কিটি ছিল রূপার। উহাতে অঙ্কিত ছিল, "মুহাম্মাদুর রাসুলুল্লাহ্।" -মুসলিম, আর বুখারীর রেওয়ায়তে আছে, আংটির লিখাটি তিন লাইনে ছিল। মুহাম্মাদ এক লাইন, রাসুল এক লাইন এবং আল্লাহ্ এক লাইন।
كتاب اللباس
وَعَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَادَ أَنْ يَكْتُبَ إِلَى كِسْرَى وَقَيْصَرَ وَالنَّجَاشِيِّ فَقِيلَ: إِنَّهُمْ لَا يَقْبَلُونَ كِتَابًا إِلَّا بِخَاتَمٍ فَصَاغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا حَلْقَةَ فِضَّةٍ نُقِشَ فِيهِ: مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ. رَوَاهُ مُسْلِمٌ. وَفِي رِوَايَةٍ لِلْبُخَارِيِّ: كَانَ نَقْشُ الْخَاتَمِ ثَلَاثَةَ أَسْطُرٍ: مُحَمَّدٌ سَطْرٌ ورسولُ الله سطر وَالله سطر
তাহকীক:
হাদীস নং: ৪৩৮৭
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
১. প্রথম অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৩৮৭। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি রূপার আংটি ছিল এবং উহার নাগীনা (নাম অঙ্কিত স্থানটি)-ও ছিল রূপার। বুখারী
كتاب اللباس
وَعَنْهُ أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ خَاتَمُهُ مِنْ فِضَّةٍ وَكَانَ فَصُّهُ مِنْهُ. رَوَاهُ البُخَارِيّ
তাহকীক:
হাদীস নং: ৪৩৮৮
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
১. প্রথম অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৩৮৮। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় ডান হাতে রূপার আংটি পরিধান করিয়াছেন। উহার মধ্যে হাবশী তথা আকীক পাথরের নাগীনা সংযোজিত ছিল। আর তিনি উক্ত নাগীনাটি হাতলীর ভিতরের দিকেই রাখিতেন। -মোত্তাঃ
كتاب اللباس
وَعَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَبِسَ خَاتَمَ فِضَّةٍ فِي يَمِينِهِ فِيهِ فَصٌّ حَبَشِيٌّ كَانَ يَجْعَلُ فَصَّهُ مِمَّا يَلِي كَفه
তাহকীক:
হাদীস নং: ৪৩৮৯
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
১. প্রথম অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৩৮৯। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি এই আঙ্গুলে পরিধান করিতেন। এই বলিয়া তিনি বাম হাতের কনিষ্ঠা অঙ্গুলীর দিকে ইংগিত করিলেন। মুসলিম
كتاب اللباس
وَعَنْهُ قَالَ: كَانَ خَاتَمُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذِهِ وَأَشَارَ إِلَى الْخِنْصِرِ منْ يَده الْيُسْرَى. رَوَاهُ مُسلم
তাহকীক:
হাদীস নং: ৪৩৯০
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
১. প্রথম অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৩৯০। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মধ্যমা ও তর্জনী, এই অঙ্গুলীদ্বয়ে আংটি পরিতে নিষেধ করিয়াছেন। (অর্থাৎ, এই দুই আঙ্গুলে ব্যবহার না করা উত্তম।) মুসলিম
كتاب اللباس
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: نَهَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم إِن أَتَخَتَّمَ فِي إِصْبَعِي هَذِهِ أَوْ هَذِهِ قَالَ: فَأَوْمَأَ إِلَى الْوُسْطَى وَالَّتِي تَلِيهَا. رَوَاهُ مُسْلِمٌ
তাহকীক: