মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
হাদীস নং: ৪১৬০
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪১৬০। হযরত হুযায়ফা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: শয়তান সেই খাদ্যকে নিজের জন্য হালাল করিয়া লয়, যদি না উহাতে বিসমিল্লাহ্ বলা হয়। —মুসলিম
كتاب الأطعمة
وَعَن حُذَيْفَة قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّيْطَانَ يَسْتَحِلُّ الطَّعَامَ أَنْ لَا يُذْكَرَ اسْم الله عَلَيْهِ» . رَوَاهُ مُسلم
তাহকীক:
হাদীস নং: ৪১৬১
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪১৬১। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : যখন কোন ব্যক্তি গৃহে প্রবেশ করে এবং প্রবেশকালে ও খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করে, তখন শয়তান (তাহার অনুসারীদিগকে) বলে, এই ঘরে তোমাদের জন্য রাত্রি যাপনের সুযোগ নাই এবং খাদ্যও পাওয়া যাইবে না। (সুতরাং চল এই স্থান ত্যাগ করি।) আর যখন সে (ঘরে) প্রবেশ করে এবং প্রবেশকালে আল্লাহ্র নাম লয় না, তখন শয়তান বলে, তোমরা রাত্রি যাপনের স্থান পাইয়াছ। আর যখন সে খাওয়ার সময়ও আল্লাহর নাম লয় না তখন সে বলে, তোমরা রাত্রি যাপন ও খাওয়া উভয়টির সুযোগ লাভ করিয়াছ। —মুসলিম
كتاب الأطعمة
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا دَخَلَ الرَّجُلُ بَيْتَهُ فَذَكَرَ اللَّهَ عِنْدَ دُخُولِهِ وَعِنْدَ طَعَامِهِ قَالَ الشَّيْطَانُ: لَا مَبِيتَ لَكُمْ وَلَا عَشَاءَ وَإِذَا دَخَلَ فَلَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ دُخُولِهِ قَالَ الشَّيْطَانُ: أَدْرَكْتُمُ الْمَبِيتَ وَإِذَا لَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ طَعَامِهِ قَالَ: أَدْرَكْتُمُ الْمَبِيتَ وَالْعَشَاءَ . رَوَاهُ مُسلم
তাহকীক:
হাদীস নং: ৪১৬২
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪১৬২। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন তোমাদের কেহ যখন কিছু খায়, তখন সে যেন ডান হাতে খায়। আর যখন পান করে তখন যেন ডান হাতে পান করে। —মুসলিম
كتاب الأطعمة
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ وَإِذَا شَرِبَ فَلْيَشْرَبْ بِيَمِينِهِ» . رَوَاهُ مُسلم
তাহকীক:
হাদীস নং: ৪১৬৩
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪১৬৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: সাবধান! তোমাদের কেহই যেন বাম হাতে না খায় এবং সেই (বাম) হাতে পানও না করে। কেননা, শয়তান তাহার বাম হাতে খায় এবং সেই হাতে পানও করে। —মুসলিম
كتاب الأطعمة
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَأْكُلَنَّ أَحَدُكُمْ بِشِمَالِهِ وَلَا يَشْرَبَنَّ بِهَا فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ وَيَشْرَبُ بهَا» . رَوَاهُ مُسلم
তাহকীক:
হাদীস নং: ৪১৬৪
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪১৬৪। হযরত কা'ব ইবনে মালেক (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন আঙ্গুলে খানা খাইতেন এবং হাত মোছার পূর্বে উহা চাটিয়া নিতেন। —মুসলিম
كتاب الأطعمة
وَعَنْ كَعْبِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ بِثَلَاثَةِ أَصَابِعَ وَيَلْعَقُ يَدَهُ قَبْلَ أَن يمسحها. رَوَاهُ مُسلم
তাহকীক:
হাদীস নং: ৪১৬৫
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪১৬৫। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত যে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (খাওয়ার শেষে) অঙ্গুলীসমূহ ও খাদ্যপাত্র চাটিয়া খাইতে নির্দেশ দিয়াছেন এবং বলিয়াছেন: খাদ্যের কোন অংশটির মধ্যে বরকত রহিয়াছে নিশ্চয়ই তোমরা তাহা অবগত নও। —মুসলিম
كتاب الأطعمة
وَعَنْ جَابِرٌ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِلَعْقِ الْأَصَابِعِ وَالصَّفْحَةِ وَقَالَ: إِنَّكُمْ لَا تَدْرُونَ: فِي أَيَّهِ الْبَرَكَةُ؟ . رَوَاهُ مُسْلِمٌ
তাহকীক:
হাদীস নং: ৪১৬৬
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪১৬৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত যে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: যখন তোমাদের কেহ কিছু খায়, তখন সে যেন (অঙ্গুলী) চাটিয়া খাওয়া অথবা অন্যের দ্বারা উহা চাটাইয়া নেওয়া পর্যন্ত হাত না মুছিয়া ফেলে। – মোত্তাঃ
كتاب الأطعمة
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلَا يمسحْ يدَه حَتَّى يلعقها أَو يلعقها»
তাহকীক:
হাদীস নং: ৪১৬৭
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪১৬৭। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেন তোমাদের কাহারও প্রতিটি কাজের সময় শয়তান তাহার পাশে উপস্থিত হয়, এমন কি তাহার খাওয়ার সময়ও তাহার নিকট উপস্থিত হয়। সুতরাং যদি তোমাদের কাহারও লোকমা পড়িয়া যায়, সে যেন উহা তুলিয়া ময়লা পরিষ্কার করিয়া উহা খাইয়া লয় এবং শয়তানের জন্য উহা ছাড়িয়া না দেয়। আর খাওয়া শেষে যেন অঙ্গুলী চাটিয়া লয়। কেননা, সে জানে না যে, তাহার খাদ্যের কোন অংশে বরকত রহিয়াছে। -মুসলিম
كتاب الأطعمة
وَعَن جَابر قَالَ: النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّ الشَّيْطَانَ يَحْضُرُ أَحَدَكُمْ عِنْدَ كُلِّ شَيْءٍ مِنْ شَأْنِهِ حَتَّى يَحْضُرَهُ عِنْدَ طَعَامِهِ فَإِذَا سَقَطَتْ من أحدكُم لقْمَة فَلْيُمِطْ مَا كَانَ بِهَا مِنْ أَذًى ثُمَّ ليأكلها وَلَا يَدعهَا للشَّيْطَان فَإِذا فرع فليلعق أصَاب فَإِنَّهُ لَا يَدْرِي: فِي أَيِّ طَعَامِهِ يَكُونُ الْبركَة؟ . رَوَاهُ مُسلم
তাহকীক:
হাদীস নং: ৪১৬৮
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪১৬৮। হযরত আবু জোহায়ফা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আমি হেলান দিয়া খাই না। (হেলান দিয়া খাওয়া অহংকারীদের আচরণ, তাই নবী (ছাঃ] ইহা পছন্দ করিতেন না। ) - বুখারী
كتاب الأطعمة
وَعَن أبي جُحَيْفَة قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «لَا آكل مُتكئا» . رَوَاهُ البُخَارِيّ
তাহকীক:
হাদীস নং: ৪১৬৯
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪১৬৯। কাতাদাহ (রাঃ) হইতে বর্ণিত, হযরত আনাস (রাঃ) বলিয়াছেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও টেবিলে রাখিয়া আহার করেন নাই এবং ছোট ছোট পেয়ালাবিশিষ্ট খাঞ্চায়ও খানা খান নাই। আর তাহার জন্য কখনও চাপাতি রুটিও তৈয়ার করা হয় নাই। কাতাদাহকে জিজ্ঞাসা করা হইল, তবে তাহারা কিভাবে খাইতেন? তিনি বলিলেন, সাধারণ দস্তরখান বিছাইয়া আহার করিতেন। বুখারী
كتاب الأطعمة
وَعَن قَتَادَة عَنْ أَنَسٍ قَالَ: مَا أَكَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى خِوَانٍ وَلَا فِي سُكُرَّجَةٍ وَلَا خُبِزَ لَهُ مُرَقَّقٌ قِيلَ لِقَتَادَةَ: على مَ يَأْكُلُون؟ قَالَ: على السّفر. رَوَاهُ البُخَارِيّ
তাহকীক:
হাদীস নং: ৪১৭০
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪১৭০। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সহিত মিলিত হওয়া পর্যন্ত পাতলা রুটি দেখিয়াছেন বলিয়া আমার জানা নাই আর না তিনি কখনও স্বচক্ষে ভুনা বকরী দেখিয়াছেন। বুখারী
كتاب الأطعمة
وَعَن أنس قَالَ: مَا أَعْلَمُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَغِيفًا مُرَقَّقًا حَتَّى لَحِقَ بِاللَّهِ وَلَا رَأَى شَاةً سَمِيطًا بِعَيْنِهِ قَطُّ. رَوَاهُ البُخَارِيّ
তাহকীক:
হাদীস নং: ৪১৭১
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪১৭১। হযরত সাহল ইবনে সা'দ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্ তা'আলা যখন হইতে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করিয়াছেন, তখন হইতে ওফাত পর্যন্ত তিনি কখনও ময়দা দেখেন নাই। তিনি আরও বলিয়াছেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত কখনও চালনি দেখেন নাই। তখন সাহালকে জিজ্ঞাসা করা হইল, না চালিয়া আপনারা যব কিভাবে খাইতেন। তিনি বলিলেন, আমরা উহাকে পিষিয়া নিতাম এবং উহাতে ফুঁ দিতাম, ফলে যাহা উড়িয়া যাওয়ার তাহা উড়িয়া যাইত। আর যাহা অবশিষ্ট থাকিত আমরা উহা মথিয়া লইতাম এবং ইহার পর উহা খাইতাম। বুখারী
كتاب الأطعمة
وَعَن سهل بن سعد قَالَ: مَا رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّقِيَّ مِنْ حِينِ ابْتَعَثَهُ اللَّهُ حَتَّى قَبَضَهُ اللَّهُ وَقَالَ: مَا رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْخُلًا مِنْ حِين ابتعثهُ الله حَتَّى قبضَهُ قِيلَ: كَيْفَ كُنْتُمْ تَأْكُلُونَ الشَّعِيرَ غَيْرَ مَنْخُولٍ؟ قَالَ: كُنَّا نَطْحَنُهُ وَنَنْفُخُهُ فَيَطِيرُ مَا طَارَ وَمَا بَقِي ثريناه فأكلناه. رَوَاهُ البُخَارِيّ
তাহকীক:
হাদীস নং: ৪১৭২
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪১৭২। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও কোন খাদ্যের দোষ প্রকাশ করেন নাই। অবশ্য মনে চাহিলে খাইয়াছেন। আর অপছন্দ হইলে পরিত্যাগ করিয়াছেন। মোত্তাঃ
كتاب الأطعمة
وَعَن أبي هُرَيْرَة قَالَ: مَا عَابَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامًا قَطُّ إِنِ اشْتَهَاهُ أَكَلَهُ وَإِنْ كرهه تَركه
তাহকীক:
হাদীস নং: ৪১৭৩
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪১৭৩। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, এক ব্যক্তি অধিক পরিমাণে খানা খাইত, পরে সে ইসলাম গ্রহণ করিল। তখন সে অল্প খাইতে লাগিল। ব্যাপারটি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলে তিনি বলিলেন: মু'মিন খায় এক পাকস্থলীতে আর কাফের খায় সাত পাকস্থলীতে। বুখারী,
كتاب الأطعمة
وَعَنْهُ أَنَّ رَجُلًا كَانَ يَأْكُلُ أَكْلًا كَثِيرًا فَأَسْلَمَ فَكَانَ يَأْكُلُ قَلِيلًا فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ الْمُؤْمِنَ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَأْكُلُ فِي سبعةِ أمعاء» . رَوَاهُ البُخَارِيّ
তাহকীক:
হাদীস নং: ৪১৭৪
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪১৭৪। ইমাম মুসলিম আবু মুসা ও ইবনু উমার (রাঃ) হতে শুধুমাত্র রসূলুল্লাহ (ﷺ) বর্ণিত বাণীটিই (অর্থাৎ- اِنَّ الْمُؤْ مِنَ يَأْكُلُ.....) বর্ণনা করেছেন।
كتاب الأطعمة
وَرَوَى مُسْلِمٌ عَنْ أَبِي مُوسَى وَابْنِ عُمَرَ الْمسند مِنْهُ فَقَط
তাহকীক:
হাদীস নং: ৪১৭৫
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪১৭৫। ইমাম মুসলিম আবু মুসা ও ইবনু উমার (রাঃ) হতে শুধুমাত্র রসূলুল্লাহ (ﷺ) বর্ণিত বাণীটিই (অর্থাৎ- اِنَّ الْمُؤْ مِنَ يَأْكُلُ.....) বর্ণনা করেছেন।
كتاب الأطعمة
وَرَوَى مُسْلِمٌ عَنْ أَبِي مُوسَى وَابْنِ عُمَرَ الْمسند مِنْهُ فَقَط
তাহকীক:
হাদীস নং: ৪১৭৬
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪১৭৬। তবে আবু হুরায়রা (রাঃ) হতে সহীহ মুসলিম-এর অপর একটি রিওয়ায়াতে আছে যে, জনৈক কাফির রসূলুল্লাহ (ﷺ)-এর মেহমান হলো। রসূলুল্লাহ (ﷺ) একটি বকরীর দুধ আনতে নির্দেশ দিলেন, দুধ দোহন করা হলো এবং লোকটি সবটুকু দুধ পান করে ফেলল। অতঃপর আরেকটি বকরীর দুধ আনতে নির্দেশ দিলেন, বকরী দোহন করা হলো। এ দুধটুকুও সে পান করে ফেলল। এরপর তৃতীয় আরেকটি বকরী দোহন করা হলো। এ দুধটুকুও সে পান করে ফেলল। এভাবে সে শেষ নাগাদ সাতটি বকরীর সবটুকু দুধ একাই পান করে ফেলল। (পরদিন) ভোরে লোকটি ইসলাম গ্রহণ করল। তখন রসূলুল্লাহ (ﷺ) তার জন্য একটি বকরীর দুধ দোহন করার নির্দেশ দিলেন। দুধ দোহন করা হলো। লোকটি সবটুকু দুধ পান করে ফেলল। অতঃপর আরেকটি বকরী দোহন করার নির্দেশ দিলেন। কিন্তু সে এবার সবটুকু দুধ পান করতে পারল না। তখন রসূলুল্লাহ (ﷺ) বললেনঃ মু’মিন এক পাকস্থলীতে পান করে। আর কাফির পান করে সাত পাকস্থলীতে।
كتاب الأطعمة
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَافَهُ ضَيْفٌ وَهُوَ كَافِرٌ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ فَحُلِبَتْ فَشَرِبَ حِلَابَهَا ثُمَّ أُخْرَى فَشَرِبَهُ ثُمَّ أُخْرَى فَشَرِبَهُ حَتَّى شَرِبَ حِلَابَ سَبْعِ شِيَاهٍ ثُمَّ إِنَّهُ أَصْبَحَ فَأَسْلَمَ فَأَمَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ فَحُلِبَتْ فَشَرِبَ حِلَابَهَا ثُمَّ أَمَرَ بِأُخْرَى فَلَمْ يَسْتَتِمَّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤْمِنُ يَشْرَبُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يشربُ فِي سَبْعَة أمعاء»
তাহকীক:
হাদীস নং: ৪১৭৭
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪১৭৭। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন। দুইজনের খাবার তিনজনের জন্য যথেষ্ট এবং তিনজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। — মোত্তাঃ
كتاب الأطعمة
وَعَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «طَعَامُ الِاثْنَيْنِ كَافِي الثلاثةِ وطعامِ الثلاثةِ كَافِي الْأَرْبَعَة»
তাহকীক:
হাদীস নং: ৪১৭৮
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪১৭৮। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট এবং চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট। – মুসলিম
كتاب الأطعمة
وَعَنْ جَابِرٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «طَعَامُ الْوَاحِدِ يَكْفِي الِاثْنَيْنِ وَطَعَامُ الِاثْنَيْنِ يَكْفِي الْأَرْبَعَةَ وَطَعَامُ الْأَرْبَعَةِ يَكْفِي الثمانيَة» . رَوَاهُ مُسلم
তাহকীক:
হাদীস নং: ৪১৭৯
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪১৭৯। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, তিনি বলেন: তালবীনা পীড়িত ব্যক্তির অন্তরে প্রশান্তি আনে এবং দুশ্চিন্তার কিছুটা লাঘব করে। -মোত্তাঃ
كتاب الأطعمة
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «التَّلْبِينَةُ مُجِمَّةٌ لِفُؤَادِ الْمَرِيضِ تَذْهَبُ بِبَعْض الْحزن»
তাহকীক: