মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪১৫৯
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
খাদ্য পর্ব:
প্রথম অনুচ্ছেদ
৪১৫৯। হযরত ওমর ইবনে আবু সালামা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি একজন বালক হিসাবে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে ছিলাম। আমার হাত খাওয়ার পাত্রের চতুর্দিকে পৌঁছিত, তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন: বিসমিল্লাহ্ বলিয়া ডান হাতে খাও এবং নিজের সম্মুখ হইতে খাও। —মোত্তাঃ
كتاب الأطعمة
كتاب الْأَطْعِمَة: الْفَصْل الأول
عَن عمر بن أبي سَلمَة قَالَ: كُنْتُ غُلَامًا فِي حِجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصفحة. فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «سم الله وكل يَمِينك وكل مِمَّا يليك»