মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২০- জিহাদের বিধানাবলী অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪০৪৫

পরিচ্ছেদঃ ৯. প্রথম অনুচ্ছেদ - সন্ধি স্থাপন
৪০৪৫। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি নারীদের বায়আত সম্পর্কে বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত অনুযায়ী তাহাদের পরীক্ষা করিতেন : يَاأَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ - الايه অর্থঃ “হে নবী! যখন মু'মিন রমণীগণ আপনার কাছে বায়আত করিতে আসে, (আয়াতের শেষ পর্যন্ত।)" তাহাদের মধ্যে যাহারা এই শর্ত মানিয়া লইত, তখন নবী (ছাঃ) তাহাদিগকে মুখে বলিয়া দিতেন, আমি তোমার বায়আত গ্রহণ করিলাম। আল্লাহর কসম! বায়আত গ্রহণকালে তাহার হাত কখনও কোন রমণীর হাতকে স্পর্শ করে নাই। (বরং তিনি কেবলমাত্র কথার দ্বারা বায়আত গ্রহণ করিতেন)। মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪০৪৬

পরিচ্ছেদঃ ৯. দ্বিতীয় অনুচ্ছেদ - সন্ধি স্থাপন
৪০৪৬। হযরত মিসওয়ার ও মারওয়ান (রাঃ) হইতে বর্ণিত যে, তাহারা (অর্থাৎ, কুরাইশরা) মুসলমানদের সাথে (হোদাইবিয়া নামক স্থানে) দশ বৎসরের জন্য যুদ্ধ স্থগিত রাখিবার নিমিত্তে সন্ধিপত্র সম্পাদন করিয়াছিল, যেন সর্বসাধারণ লোকজন এই সময় নিরাপদে থাকিতে পারে। উহার মধ্যে ইহারও উল্লেখ ছিল— যেমন আমাদের পরস্পরের অন্তর পরিষ্কার থাকিবে এবং পরস্পরের মধ্যে চুরি বা বিশ্বাসঘাতকতার আশ্রয় নিবে না। –আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪০৪৭

পরিচ্ছেদঃ ৯. দ্বিতীয় অনুচ্ছেদ - সন্ধি স্থাপন
৪০৪৭। হযরত সাফওয়ান ইবনে সুলায়ম (রাঃ) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কতিপয় সাহাবীর সন্তানদের নিকট হইতে বর্ণনা করেন, তাঁহারা তাঁহাদের পিতা হইতে বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ সাবধান! যেই ব্যক্তি এমন কোন লোকের উপর যুলুম করে, যাহার সহিত তাহার সন্ধি হইয়াছে অথবা তাহার কোন প্রকার ক্ষতি সাধন করে অথবা সাধ্যের অতিরিক্ত তাহাকে কষ্ট দেয় কিংবা তাহার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাহার নিকট হইতে কোন জিনিস আদায় করে, কিয়ামতের দিন আমিই (উক্ত মামের পক্ষ হইতে) উহার প্রতিবাদ করিব। —আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান