মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২০- জিহাদের বিধানাবলী অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪০৪১

পরিচ্ছেদঃ ৮. তৃতীয় অনুচ্ছেদ - জিয্ইয়াহ্-এর বর্ণনা
৪০৪১। আসলাম হইতে বর্ণিত যে, হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) স্বর্ণ-মুদ্রা ব্যবহারকারী লোকদের উপর চার দীনার এবং রৌপ্য-মুদ্রা ব্যবহারকারীদের উপর চল্লিশ দিরহাম জিযিয়া নির্ধারণ করিয়াছিলেন। এতসঙ্গে তিন দিন পর্যন্ত মুসলমানদের আতিথেয়তা করাও তাহাদের উপর বাধ্যতামূলক করিয়াছিলেন। — মালেক

তাহকীক:
তাহকীক চলমান