মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২০- জিহাদের বিধানাবলী অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৪০৪৮
details icon

পরিচ্ছেদঃ ৯. দ্বিতীয় অনুচ্ছেদ - সন্ধি স্থাপন
৪০৪৮। হযরত উমাইমাহ্ বিনতে রোকাইকাহ্ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, কতিপয় মহিলার সাথে আমিও নবী (ﷺ)-এর কাছে বায়আত করিলাম। তখন তিনি আমাদিগকে বলিয়াছেনঃ আমি তোমাদের নিকট হইতে এমন সমস্ত ব্যাপারে অঙ্গীকার লইলাম, যাহা করিতে তোমরা সামর্থ্য রাখ। আমি বলিলাম, আল্লাহ্ ও তাঁহার রাসূল আমাদের জন্য আমাদের চাইতে অত্যধিক দয়ালু। অতঃপর আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্ ! আমাদিগকে বায়আত করিয়া লন। অর্থাৎ, আমাদের হাতে হাত রাখিয়া করমর্দন করুন। তিনি বলিলেন, শুন, আমার মুখের বাণী (অর্থাৎ, কথার) দ্বারা একশত মহিলার বায়আত গ্রহণ করা একজন মহিলার বায়আত গ্রহণ করার মতই।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪০৫০
details icon

পরিচ্ছেদঃ ১০. প্রথম অনুচ্ছেদ - আরব ভূখণ্ড হতে ইয়াহুদীদের বিতাড়ন
৪০৫০। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা মসজিদে (নববীতে বসা ছিলাম। এমন সময় নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (হুজরা হইতে) বাহিরে আসিয়া বলিলেন: ইয়াহুদীদের নিকট চলো। সুতরাং আমরা তাঁহার সঙ্গে রওয়ানা হইলাম এবং তাহাদের শিক্ষালয়ে আসিলাম। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথায় দাড়াইয়া বলিলেন, হে ইয়াহুদী সম্প্রদায়! তোমরা ইসলাম গ্রহণ কর, নিরাপদে থাকিবে। জানিয়া রাখ, গোটা বিশ্বভূখণ্ড আল্লাহ্ ও তাঁহার রাসূলের অধিকারে। আমি তোমাদিগকে এই ভূখণ্ড (তথা আরব উপদ্বীপ) হইতে বহিষ্কার করার সংকল্প করিয়াছি। অতএব, তোমরা কোন জিনিস বিক্রয় করিতে চাহিলে তাহা বিক্রি করিতে পার। (অন্যথায় এমনিই ছাড়িয়া যাইতে হইবে।) — মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান