মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২০- জিহাদের বিধানাবলী অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪০৩৫
- জিহাদের বিধানাবলী অধ্যায়
৮. প্রথম অনুচ্ছেদ - জিয্ইয়াহ্-এর বর্ণনা
৪০৩৫। হযরত বাজালাহ্ (রাঃ) বলেন, আমি আহনাফ ইবনে কায়সের চাচা জায ইবনে মুআবিয়ার মুন্সী (সেক্রেটারী) ছিলাম। তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাযিআল্লাহু আন্হুর ওফাতের এক বৎসর পূর্বে আমাদের কাছে তাহার একখানা পত্র আসিল। (উহাতে নির্দেশ ছিল.) মজুসীদের (পারস্যের অগ্নিপূজকদের) বিবাহ বন্ধনে কোন মাহরাম থাকিলে তাহাদের মধ্যে বিচ্ছেদ করিয়া দাও। হযরত ওমর (রাঃ) প্রথমে মজুসীদের নিকট হইতে জিযিয়া গ্রহণ করেন নাই, অবশেষে হযরত আব্দুর রহমান ইবনে আউফ যখন সাক্ষ্য দিলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার নামক জায়গার মজুসীদের নিকট হইতে জিযিয়া আদায় করিয়াছেন। তখন তিনিও গ্রহণ করিতে লাগিলেন। —বুখারী

হযরত বুরায়দা (রাঃ) কর্তৃক বর্ণিত হাদীস “হুযুর (ছাঃ) যখন কোন ব্যক্তিকে কোন সেনাদলের অধিনায়ক নিযুক্ত করিতেন" কাফেরদের নিকট লিপি প্রেরণ অধ্যায়ে বর্ণনা করা হইয়াছে।
كتاب الجهاد
بَابُ الْجِزْيَةِ: الْفَصْل الأول
عَن بَجالَةَ قَالَ: كُنْتُ كَاتِبًا لِجَزْءِ بْنِ مُعَاوِيَةَ عَمِّ الْأَحْنَفِ فَأَتَانَا كِتَابُ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَبْلَ مَوْتِهِ بِسَنَةٍ: فَرِّقُوا بَيْنَ كُلِّ ذِي مَحْرَمٍ مِنَ الْمَجُوسِ وَلَمْ يَكُنْ عُمَرُ أَخَذَ الْجِزْيَةَ مِنَ الْمَجُوسِ حَتَّى شَهِدَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَهَا مِنْ مَجُوسِ هجَرَ. رَوَاهُ البُخَارِيّ

وذُكرَ حديثُ بُريدةَ: إِذَا أَمَّرَ أَمِيرًا عَلَى جَيْشٍ فِي «بَابِ الْكتاب إِلى الْكفَّار»