মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২০- জিহাদের বিধানাবলী অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৩৯৭৭

পরিচ্ছেদঃ ৬. প্রথম অনুচ্ছেদ - নিরাপত্তা (আশ্রয়) প্রদান
৩৯৭৭। আবু তালেবের কন্যা হযরত উম্মে হানী (রাঃ) বলেন, মক্কা বিজয়ের বৎসর একদা আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গমন করিলাম। তখন দেখিলাম তিনি গোসল করিতেছেন। আর তাঁহার কন্যা ফাতেমা তাঁহাকে আড়াল করিয়া রাখিয়াছেন একখানা কাপড় দ্বারা। আমি তাঁহাকে সালাম করিলাম। তিনি জিজ্ঞাসা করিলেন কে এই মহিলা ? উত্তরে বলিলাম; আমি আবু তালিবের কন্যা উম্মে হানী। তিনি বলিলেনঃ খোশ আমদেদ উম্মে হানী। তিনি গোসল সমাপনান্তে মাত্র একখানি কাপড় শরীরে জড়াইয়া দাড়াইয়া আট রাকআত নামায আদায় করিলেন। তাঁহার নামায পড়া শেষ হইলে আমি বলিলাম, ইয়া রাসুলাল্লাহ্ আমার ভাই আলী এমন একজন লোককে হত্যা করিতে সংকল্প করিয়াছে যাহাকে আমি নিরাপত্তা দান করিয়াছি। (সেই লোকটি হইল) হোবাইরার অমুক ছেলেটি। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে উম্মে হানী। তুমি যাহাকে নিরাপত্তা দান করিয়াছ, আমিও তাহাকে নিরাপত্তা দান করিলাম। উম্মে হানী বলেন, ইহা (অর্থাৎ, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার এই কথোপকথন এবং তাহার নামাযটি) ছিল চাশতের সময়। — মোত্তাঃ, আর তিরমিযীর সূত্রে বর্ণিত হইয়াছে, উম্মে হানী বলিলেন, আমি আমার স্বামী পক্ষের দুইজন আত্মীয়কে আশ্রয় দিয়াছি। রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, নিশ্চয়ই আমরাও তাহাকে আশ্রয় দিয়াছি, যাহাকে তুমি আশ্ৰয় দিয়াছ।

তাহকীক:
তাহকীক চলমান