মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯৭৭
- জিহাদের বিধানাবলী অধ্যায়
৬. প্রথম অনুচ্ছেদ - নিরাপত্তা (আশ্রয়) প্রদান
৩৯৭৭। আবু তালেবের কন্যা হযরত উম্মে হানী (রাঃ) বলেন, মক্কা বিজয়ের বৎসর একদা আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গমন করিলাম। তখন দেখিলাম তিনি গোসল করিতেছেন। আর তাঁহার কন্যা ফাতেমা তাঁহাকে আড়াল করিয়া রাখিয়াছেন একখানা কাপড় দ্বারা। আমি তাঁহাকে সালাম করিলাম। তিনি জিজ্ঞাসা করিলেন কে এই মহিলা ? উত্তরে বলিলাম; আমি আবু তালিবের কন্যা উম্মে হানী। তিনি বলিলেনঃ খোশ আমদেদ উম্মে হানী। তিনি গোসল সমাপনান্তে মাত্র একখানি কাপড় শরীরে জড়াইয়া দাড়াইয়া আট রাকআত নামায আদায় করিলেন। তাঁহার নামায পড়া শেষ হইলে আমি বলিলাম, ইয়া রাসুলাল্লাহ্ আমার ভাই আলী এমন একজন লোককে হত্যা করিতে সংকল্প করিয়াছে যাহাকে আমি নিরাপত্তা দান করিয়াছি। (সেই লোকটি হইল) হোবাইরার অমুক ছেলেটি। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে উম্মে হানী। তুমি যাহাকে নিরাপত্তা দান করিয়াছ, আমিও তাহাকে নিরাপত্তা দান করিলাম। উম্মে হানী বলেন, ইহা (অর্থাৎ, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার এই কথোপকথন এবং তাহার নামাযটি) ছিল চাশতের সময়। — মোত্তাঃ, আর তিরমিযীর সূত্রে বর্ণিত হইয়াছে, উম্মে হানী বলিলেন, আমি আমার স্বামী পক্ষের দুইজন আত্মীয়কে আশ্রয় দিয়াছি। রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, নিশ্চয়ই আমরাও তাহাকে আশ্রয় দিয়াছি, যাহাকে তুমি আশ্ৰয় দিয়াছ।
كتاب الجهاد
بَابُ الْاَمَانِ: الْفَصْل الأول
عَن أم هَانِئ بنت أَي طالبٍ قالتْ: ذهبتُ إِلى رسولِ الله عَامَ الْفَتْحِ فَوَجَدْتُهُ يَغْتَسِلُ وَفَاطِمَةُ ابْنَتُهُ تَسْتُرُهُ بِثَوْبٍ فَسَلَّمْتُ فَقَالَ: «مَنْ هَذِهِ؟» فَقُلْتُ: أَنَا أُمُّ هَانِئٍ بِنْتُ أَبِي طَالِبٍ فَقَالَ: «مَرْحَبًا بِأُمِّ هَانِئٍ» فَلَمَّا فَرَغَ مِنْ غُسْلِهِ قَامَ فَصَلَّى ثَمَانِيَ رَكَعَاتٍ مُلْتَحِفًا فِي ثَوْبٍ ثُمَّ انْصَرَفَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ زَعَمَ ابْنُ أُمِّي عَلِيٌّ أَنَّهُ قَاتِلٌ رَجُلًا أَجَرْتُهُ فُلَانَ بْنَ هُبَيْرَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ أَجَرْنَا مَنْ أَجَرْتِ يَا أم هَانِئ» قَالَت أُمَّ هَانِئٍ وَذَلِكَ ضُحًى. مُتَّفَقٌ عَلَيْهِ. وَفِي رِوَايَةٍ لِلتِّرْمِذِيِّ: قَالَتْ: أَجَرْتُ رَجُلَيْنِ مِنْ أَحْمَائِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قد أمنا من أمنت»

হাদীসের ব্যাখ্যা:

হানাফী ওলামা ও ইমামদের মতে কোন আযাদ মুসলমান পুরুষ কিংবা নারী যদি একজন অথবা এক জমাআত কাফেরকে বা কোন দুর্গবাসীকে কিংবা কোন শহরবাসীকে আশ্রয় বা নিরাপত্তা দান করে, তখন তাহা বৈধ বলিয়া পরিগণিত হইবে। অন্য কোন মুসলমানের তাহার বা তাহাদের সাথে লড়াই করা জায়েয হইবে না। হুযূর (ﷺ) বলিয়াছেনঃ المسلمون تتكا فى دمائهم ........ ويسعى بذمتهم ادناهم সুতরাং যে কোন একজনে নিরাপত্তা প্রদান করিলে তাহা মানা সকলের উপর ওয়াজিব।

উম্মে হানীর আসল নাম ছিল ফাখতাহ্। মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করিয়াছেন। তাঁহার বিবাহ হইয়াছিল হোবাইরার সাথে। এই ঘরে তাঁহার কয়েকজন সন্তান জন্ম লাভ করিয়াছে। হোবাইরার অমুক পুত্র দ্বারা উম্মে হানীর নিজের গর্ভজাত সন্তানও উদ্দেশ্য হইতে পারে; অথবা তাঁহার বৈ-পুত্রও উদ্দেশ্য হইতে পারে, তবে সেই সন্তান বা ব্যক্তির নাম কি? কোথাও উল্লেখ নাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান