মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২০- জিহাদের বিধানাবলী অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১০ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৩৯০২

পরিচ্ছেদঃ ২. প্রথম অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯০২। হযরত আনাস (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সফর হইতে আগমন করিলে রাত্রের বেলায় পরিবারবর্গের মধ্যে (অর্থাৎ, গৃহে যাইতেন না; বরং তিনি সকালে কিংবা সন্ধ্যায় গৃহে প্রবেশ করিতেন। — মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৯০৩

পরিচ্ছেদঃ ২. প্রথম অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯০৩। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : যখন তোমাদের কেহ দীর্ঘ দিন (সফরে থাকার দরুন) পরিবার হইতে দূরে থাকে, সে যেন রাত্রের বেলায় পরিবারের কাছে (ঘরে) প্রবেশ না করে। মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৯০৪

পরিচ্ছেদঃ ২. প্রথম অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯০৪। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত যে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: যদি তোমরা রাত্রির বেলায় (তোমাদের শহরে বা এলাকায়) প্রবেশ কর, তখনই নিজ স্ত্রীদের কাছে যাইও না, যাহাতে তাহারা পরিষ্কার-পরিচ্ছন্ন হইতে পারে এবং তাহাদের চুল চিরুনী দ্বারা সুবিন্যস্ত করিয়া নিতে পারে। মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৯০৫

পরিচ্ছেদঃ ২. প্রথম অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯০৫। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ্ (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর হইতে মদীনায় প্রত্যাবর্তন করিবার পর একটি উট অথবা একটি গরু যবাহ্ করিয়াছিলেন। -বুখারী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৯০৬

পরিচ্ছেদঃ ২. প্রথম অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯০৬। হযরত কা'ব ইবনে মালেক (রাঃ) বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সাধারণত) সফর হইতে দিনের বেলায় চাশতের সময় প্রত্যাবর্তন করিতেন। আর যখনই প্রত্যাবর্তন করিতেন, তখন সর্বাগ্রে মসজিদে যাইয়া উহাতে দুই রাকআত (নফল) নামায পড়িতেন। অতঃপর সাক্ষাৎপ্রার্থী লোকদের (সাথে কথাবার্তা বলার জন্য কিছু সময় সেইখানে বসিতেন। —মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৯০৭

পরিচ্ছেদঃ ২. প্রথম অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯০৭। হযরত জাবের (রাঃ) বলেন, কোন এক সফরে আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। সফর হইতে ফিরিয়া আমরা মদীনায় পৌঁছিলে তিনি আমাকে বলিলেনঃ যাও, মসজিদে গিয়া উহাতে দুই রাকআত নামায আদায় করিয়া লও। -বুখারী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৯০৮

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯০৮। গামেদী গোত্রীয় হযরত ছাখর ইবনে ওয়াদাআহ্ (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) দো'আ করিয়াছেন, “আয় আল্লাহ্! আমার উম্মতের জন্য তাহাদের প্রভাতে 'বরকত' দান কর।” আর হুযূর (ﷺ) যখনই কোন ছোট কিংবা বড় সেনাদল জেহাদে পাঠাইতেন, তখন উহাকে দিনের প্রথম ভাগেই পাঠাইতেন। বর্ণনাকারী ছাখর ছিলেন একজন ব্যবসায়ী। সুতরাং তিনিও তাঁহার তেজারতী মাল দিনের প্রথম ভাগে পাঠাইতেন। ফলে তিনি ধনবান হইয়া গিয়াছিলেন এবং তাঁহার মালও অধিক বৃদ্ধি পাইয়াছিল। —তিরমিযী, আবু দাউদ ও দারেমী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৯০৯

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯০৯। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা অবশ্যই রাত্রি বেলায় সফর কর। কেননা, রাত্রির বেলায় যমীন সংকুচিত হয়। –আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৯১০

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯১০। হযরত আমর ইবনে শোআয়ব তাঁহার পিতার মাধ্যমে তাঁহার দাদা হইতে বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ একজন আরোহী একটি শয়তান, দুইজন আরোহী দুইটি শয়তান। অবশ্য তিনজন আরোহী (সফরকারী) পূর্ণ একটি জামাআত। —মালেক, তিরমিযী, আবু দাউদ ও নাসায়ী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৯১১

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯১১। হযরত আবু সায়ীদ খুদ্রী (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন তিন ব্যক্তি সফরে যাইবে, তখন তাহারা একজনকে যেন আমীর করিয়া লয়। –আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান