মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯১১
- জিহাদের বিধানাবলী অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯১১। হযরত আবু সায়ীদ খুদ্রী (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন তিন ব্যক্তি সফরে যাইবে, তখন তাহারা একজনকে যেন আমীর করিয়া লয়। –আবু দাউদ
كتاب الجهاد
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيُّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا كَانَ ثَلَاثَةٌ فِي سَفَرٍ فَلْيُؤَمِّرُوا أحدهم» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

হুযূর (ﷺ) এই কথাটি এই জন্য বলিয়াছেন — যাহাতে পরস্পরের মধ্যে মতবিরোধ দেখা না দেয় এবং সফরে উদ্ভূত সকল ব্যাপারে তাহার অনুসরণ করা যায় এবং অন্যের সাথে কোন বিষয়ে বুঝাপড়া করিতে হইলে সকলের পক্ষ হইতে সে দায়িত্ব পালন করিতে পারে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান