মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯১২
২. দ্বিতীয় অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯১২। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ উত্তম সফরসঙ্গী হইল চারজন। উত্তম ছোট সেনাদল হইল চারশত জন এবং উত্তম বড় সৈন্যদল হইল চার হাজার জন। আর বার হাজার সৈন্যদল কখনও সংখ্যায় কম হওয়ার কারণে পরাজিত হইবে না। —তিরমিযী, আবু দাউদ ও দারেমী। ইমাম তিরমিযী এই হাদীসকে গরীব বলিয়াছেন।
وَعَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «خَيْرُ الصَّحَابَةِ أَرْبَعَةٌ وَخَيْرُ السَّرَايَا أَرْبَعُمِائَةٍ وَخَيْرُ الْجُيُوشِ أَرْبَعَةُ آلَافٍ وَلَنْ يُغْلَبَ اثْنَا عَشَرَ أَلْفًا مِنْ قِلَّةٍ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيث غَرِيب
হাদীসের ব্যাখ্যা:
'রফীকে সফর' চারজন হওয়াকে এই হিসাবে উত্তম বলা হইয়াছে, যেন একজন অসুস্থ হইয়া পড়িলে অপরজন তাহার ঔষধ-পথ্যের ব্যবস্থায় নিয়োজিত থাকিতে পারে। যদি সে কোন সাথীর প্রতি কিছু অছিয়ত করিতে চায়, তবে অবশিষ্ট দুইজন সাক্ষী হইবে। আর যে হাদীসে তিনজনের কথা উল্লেখ রহিয়াছে, তাহার কারণ এই যে, একজন অসুস্থ হইলে অন্যজন তাহার ঔষধ ইত্যাদির ব্যবস্থায় এদিক ওদিক যাতায়াত করিলে রোগী একাকী অস্থিরতায় থাকিবে না। আবার তাহাদের মাল সামানও অরক্ষিত অবস্থায় থাকিবে না। আর বার হাজার মুজাহেদীনের জামাআত অসংখ্য শত্রুর মোকাবিলার জন্য যথেষ্ট। হোনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা বার হাজার থাকা সত্ত্বেও পরাজয়ের কারণ সংখ্যার স্বল্পতা ছিল না; বরং মুসলমানদের মধ্যে গর্ব আসিয়াছিল। আর হাদীসের শব্দের মধ্যে 'চার'-এর একটা বিশেষ বৈশিষ্ট্য পরিলক্ষিত হইতেছে।
