মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৩৭২৮

পরিচ্ছেদঃ ১. দ্বিতীয় অনুচ্ছেদ - জনগণের প্রতি শাসকের সহনশীলতা প্রদর্শন করা
৩৭২৮। হযরত আমর ইবনে মুররাহ (রাঃ) হইতে বর্ণিত, তিনি একদা হযরত মুআবিয়া (রাঃ)-কে বলিলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলা যেই ব্যক্তিকে মুসলমানদের কোন কাজের দায়িত্বে নিযুক্ত করেন, আর সে তাহাদের প্রয়োজন, চাহিদা ও অভাব-অভিযোগ শ্রবণ হইতে আড়ালে এবং দূরে থাকে, আল্লাহ্ তা'আলাও তাহার প্রয়োজন, চাহিদা ও অভাব মোচন হইতে আড়ালে থাকেন (অর্থাৎ, বিরত থাকেন)। এই কথা শোনার পর হযরত মুআবিয়া (রাঃ) লোকদের প্রয়োজন ও অভাব-অভিযোগ শ্রবণের জন্য একজন লোক নিযুক্ত করিলেন। –আবু দাউদ ও তিরমিযী। তিরমিযীর অন্য আরেক রেওয়ায়ত ও আমদের রেওয়ায়তে আছে—আল্লাহ্ তা'আলা সেই ব্যক্তির প্রয়োজন, চাহিদা ও অভাব মোচন ব্যাপারে আসমানের সমস্ত দরজা বন্ধ করিয়া দিবেন ।

তাহকীক:
তাহকীক চলমান