মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৩৭২৬

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - জনগণের প্রতি শাসকের সহনশীলতা প্রদর্শন করা
৩৭২৬। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য কিয়ামতের দিন এক একটি পতাকা থাকিবে। উহা এমনভাবে রাখা হইবে যে, উহার দ্বারা তাহাকে চিহ্নিত করা যাইবে। —মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৭২৭

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - জনগণের প্রতি শাসকের সহনশীলতা প্রদর্শন করা
৩৭২৭। হযরত আবু সায়ীদ (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাসঘাতকের পাছার কাছে তাহার বিশ্বাসঘাতকতার পতাকা স্থাপন করা হইবে। আরেক রেওয়ায়তে আছে, কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য তাহার বিশ্বাসঘাতকতার পরিমাণ অনুযায়ী পতাকা উত্তোলন করা হইবে। সাবধান! প্রধান শাসকের বিশ্বাসঘাতকতাই হইবে সর্ববৃহৎ। মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৭২৯

পরিচ্ছেদঃ ১. তৃতীয় অনুচ্ছেদ - জনগণের প্রতি শাসকের সহনশীলতা প্রদর্শন করা
৩৭২৯। আবু সাম্মাখ আলআযদী তাঁহার এক চাচাত ভাই হইতে বর্ণনা করেন, যিনি নবী (ﷺ)-এর সাহাবী ছিলেন। একদা তিনি মুআবিয়া (রাঃ)-এর নিকট যাইয়া বলিলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেনঃ যেই ব্যক্তি লোকদের কোন ব্যাপারের অভিভাবক বা শাসক — মানুষের কোন কাজে নিযুক্ত হইয়াছে, অতঃপর সে মুসলমান, মলম কিংবা দুস্থ লোকদের জন্য তাহার দ্বার বন্ধ রাখিল, (অর্থাৎ, সে কাহারও কোন প্রয়োজন, মোচন করে না।) ফলে আল্লাহ্ তা'আলা সেই ব্যক্তির প্রয়োজনের ও অভাবের সময় তাঁহার রহমত ও অনুগ্রহের সমস্ত দ্বার বন্ধ করিয়া দিবেন, যখন সে চরম অভাবে পতিত হইবে।

তাহকীক:
তাহকীক চলমান