মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৩৭১৯

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ
৩৭১৯। হযরত ওমর ইবনুল খাত্তাব রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কিয়ামতের দিন সহনশীল ন্যায়পরায়ণ শাসকই হইবেন আল্লাহর নিকট সমস্ত বান্দার চাইতে উত্তম মর্যাদার অধিকারী। আর কিয়ামতের দিন নিষ্ঠুর অত্যাচারী শাসকের স্থান হইবে আল্লাহর কাছে সমস্ত মানুষের চাইতে নিকৃষ্ট।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৭২০

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ
৩৭২০। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যদি কোন ব্যক্তি তাহার কোন মুসলমান ভাইয়ের দিকে এমন রুক্ষ দৃষ্টিতে তাকায়, যদ্দরুন সে ভয় পাইয়া যায়, কিয়ামতের দিন আল্লাহ্ তাহাকে অনুরূপভাবে ভয় দেখাইবেন। এই হাদীস চারিটি বায়হাকী শোআবুল ঈমান গ্রন্থে বর্ণনা করিয়াছেন এবং ইয়াহইয়ার হাদীসের ব্যাপারে তিনি বলেন, ইহা মুনকাতা' এবং তাহার রেওয়ায়ত দুর্বল।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৭২১

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ
৩৭২১। হযরত আবুদ্দারদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলা ঘোষণা করেন, আমি হইলাম সর্বশক্তিমান আল্লাহ্, আমি ছাড়া অন্য কোন ইলাহ্ (মা'বূদ) নাই। আমিই রাজা-বাদশাহরদের মালিক এবং রাজাদের রাজা (শাহানশাহ্), সমস্ত বাদশাহর অন্তর আমার (কুদরতের) মুঠের মধ্যে। বস্তুতঃ বান্দাগণ যখন আমার আনুগত্য করে (আদেশ-নিষেধ মানিয়া চলে), তখন আমি শাসকদের অন্তরকে দয়া ও হৃদ্যতার সাথে তাহাদের দিকে ফিরাইয়া দেই। আর বন্দারা যখন আমার নাফরমানীতে লিপ্ত হয়, তখন আমি তাহাদের (শাসকদের) অন্তরকে প্রজাদের জন্য কঠোর ও নিষ্ঠুর করিয়া দেই। ইহারই ফলে তাহারা জনগণকে বিভিন্নভাবে কঠিন যাতনা দিতে থাকে। সুতরাং তোমরা তখন তোমাদের শাসকদের জন্য বদ-দো'আ করিও না; বরং নিজেদেরকে আল্লাহর যিকরে মশগুল রাখ ও তাঁহাকে, ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ কর, যাহাতে আমি তোমাদের জন্য যথেষ্ট হই। —আবু নুআইম হিলইয়া গ্রন্থে

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৭২২

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - জনগণের প্রতি শাসকের সহনশীলতা প্রদর্শন করা
৩৭২২। হযরত আবু মুসা আশআরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাঁহার কোন সঙ্গীকে কোন কাজে (বিশেষতঃ কোন অভিযানে) পাঠাইতেন, তখন তাহাকে এইভাবে উপদেশ দিতেন, তোমরা লোকদিগকে আশার বাণী শুনাইবে, নৈরাশ্যজনক কথা বলিয়া তাহাদিগকে বীতশ্রদ্ধ করিয়া তুলিবে না। তাহাদের সহিত উদার ব্যবহার করিবে, কঠোর ব্যবহার করিবে না। -মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৭২৩

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - জনগণের প্রতি শাসকের সহনশীলতা প্রদর্শন করা
৩৭২৩। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ লোকদের সহিত সহজ ও সরল ব্যবহার কর, কষ্টদায়ক ব্যবহার করিও না। তাহাদিগকে সান্ত্বনা প্রদান কর; বীতশ্রদ্ধ করিও না। মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৭২৪

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - জনগণের প্রতি শাসকের সহনশীলতা প্রদর্শন করা
৩৭২৪। আবু বুরদা (রাঃ) বলেন, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার দাদা আবু মুসা ও মুআয (রাঃ)-কে ইয়ামান দেশে পাঠাইলেন এবং এই নির্দেশ দিলেন, তোমরা উভয়েই লোকদের জন্য সহজসাধ্য কাজ করিবে, কষ্টদায়ক কোন কাজ তাহাদের উপর চাপাইয়া দিও না। আশাব্যঞ্জক সুসংবাদ তাহাদিগকে শুনাইবে, হতাশ ও নৈরাশ্যজনক কোন কথা তাহাদিগকে শুনাইবে না। পরস্পর ঐকমত্য সহকারে কাজ করিবে, মতানৈক্য সৃষ্টি করিবে না। মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৭২৫

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - জনগণের প্রতি শাসকের সহনশীলতা প্রদর্শন করা
৩৭২৫। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য এক একটি পতাকা উত্তোলন করা হইবে এবং বলা হইবে, ইহা অমুকের পুত্র অমুকের বিশ্বাসঘাতকতার প্রতীক।

তাহকীক:
তাহকীক চলমান