মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৩৭৩০

পরিচ্ছেদঃ ১. তৃতীয় অনুচ্ছেদ - জনগণের প্রতি শাসকের সহনশীলতা প্রদর্শন করা
৩৭৩০। হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) হইতে বর্ণিত, তিনি যখনই কোন শাসককে কোথাও নিযুক্ত করিয়া পাঠাইতেন, তখন তাহাদের উপর নিম্নবর্ণিত শর্তগুলি আরোপ করিতেন, “তোমরা তুর্কী ঘোড়ায় সওয়ার হইবে না, ময়দার রুটি খাইতে পারিবে না, পাতলা মিহি কাপড় পরিধান করিবে না। মানুষের প্রয়োজন মিটান হইতে তোমার দ্বার রুদ্ধ করিবে না। যদি তোমরা ইহার মধ্যে কোন একটি কর, তাহা হইলে তোমাদের উপর শাস্তি পতিত হইবে।” অতঃপর তিনি কিছুদূর পর্যন্ত তাহাদের পৌঁছাইয়া দিয়া আসিতেন। এই হাদীস দুইটি বায়হাকী শোআবুল ঈমানে বর্ণনা করিয়াছেন।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৭৩১

পরিচ্ছেদঃ ২. প্রথম অনুচ্ছেদ - প্রশাসনিক কর্মস্থলে কাজ করা এবং তা গ্রহণের দায়িত্বে ভয় করা
৩৭৩১। হযরত আবু বাকরা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আ ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেনঃ কোন বিচারক যেন রাগান্বিত অবস্থায় দুই পক্ষের মধ্যে বিচার-ফয়সালা না করে। – মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান