মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৩৬৪৪

পরিচ্ছেদঃ ৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৪৪। আর নাসায়ী, ইবনে মাজাহ্ ও দারেমী এই হাদীসটি হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) হইতে রেওয়ায়ত করিয়াছেন।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৬৪৫

পরিচ্ছেদঃ ৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৪৫। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেই জিনিস অধিক পরিমাণে ব্যবহার করিলে নেশা সৃষ্টি করে, উহার সামান্য পরিমাণও হারাম। – তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৬৪৬

পরিচ্ছেদঃ ৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৪৬। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেই জিনিস এক 'ফারাক' পরিমাণ ব্যবহার করিলে নেশা সৃষ্টি করে, উহা হাতের অঞ্জলি পরিমাণ ব্যবহার করাও হারাম। – আহমদ, তিরমিযী ও আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৬৪৭

পরিচ্ছেদঃ ৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৪৭। হযরত নো'মান ইবনে বাশীর (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ নিশ্চয়ই গম, যব, খেজুর, কিশমিশ এবং মধু হইতেও মদ প্রস্তুত হয়। —তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্ । তিরমিযী বলিয়াছেন, এই হাদীসটি গরীব।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৬৪৮

পরিচ্ছেদঃ ৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৪৮। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমাদের নিকট কোন এক এতীমের কিছু মদ ছিল। যখন সূরা মায়েদা নাযিল হইল (অর্থাৎ, যেই আয়াতে মদ হারাম হওয়ার কথা উল্লেখ আছে, উহা নাযিল হইল), তখন আমি এই সম্পর্কে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করিলাম এবং বলিলাম, হুযুর! উহা তো এতীমের মাল। তিনি বলিলেনঃ (হউক, উহা এতীমের মাল) তবুও উহাকে ঢালিয়া ফেল। —তিরমিযী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৬৪৯

পরিচ্ছেদঃ ৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৪৯। হযরত আনাস (রাঃ) আবু তালহা (রাঃ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেন, ইয়া রাসূলাল্লাহ্! আমি সে সমস্ত এতীমদের জন্য কিছু মদ ক্রয় করিয়াছি যাহারা আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হইতেছে। হুযূর (ﷺ) বলিলেনঃ মদ ফেলিয়া দাও এবং উহার পাত্রগুলিও ভাঙ্গিয়া ফেল। – তিরমিযী। অবশ্য তিরমিযী এই হাদীসটিকে যয়ীফ বলিয়াছেন। আর আবু দাউদের রেওয়ায়তে আছে, আবু তালহা (রাঃ) নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করিলেন, তাহার তত্ত্বাবধানে যে সমস্ত এতীম আছে, মীরাস সূত্রে তাহারা কিছু মদের মালিক হইয়াছে। (এখন উহা কি করি ?) তিনি বলিলেন, উহা ফেলিয়া দাও। আবু তালহা বলিলেন, আচ্ছা, আমি কি উহাকে সিরকা বানাইতে পারিব না? তিনি বলিলেনঃ না।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৬৫০

পরিচ্ছেদঃ ৬. তৃতীয় অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৫০। হযরত উম্মে সালামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) প্রত্যেক নেশা সৃষ্টিকারী ও জ্ঞান-বুদ্ধি বিলোপকারী জিনিস ব্যবহার করিতে নিষেধ করিয়াছেন। –আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান