মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৩৬৫৮
details icon

পরিচ্ছেদঃ ৬. তৃতীয় অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৫৮। আর ইবনু মাজাহ্ হাদীসটি আবু হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণনা করেন।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩৬৫৯
details icon

পরিচ্ছেদঃ ৬. তৃতীয় অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৫৯। আর বায়হাকী শো'আবুল ঈমানের মধ্যে রেওয়ায়ত করিয়াছেন মুহাম্মাদ ইবনে ওবায়দুল্লাহ্ হইতে, তিনি তাঁহার পিতা হইতে। আর বায়হাকী বলেন, ইমাম বুখারী (রঃ) তাঁহার ইতিহাস গ্রন্থে উল্লেখ করিয়াছেনঃ মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ্ তাঁহার পিতা হইতে রেওয়ায়ত করিয়াছেন এবং তিনি তাহার পিতা হইতে। (মোটকথা, রাবীদের নামের মধ্যে বিভিন্ন ধরনের নাম উল্লেখ আছে, তবে হাদীসের শব্দ বা অর্থের মধ্যে কোন পার্থক্য নাই।)

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩৬৬০
details icon

পরিচ্ছেদঃ ৬. তৃতীয় অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৬০। হযরত আবু মুসা আশআরী (রাঃ) বলিতেন, আমার নিকট এই দুইয়ের মধ্যে কোন রকমের প্রভেদ নাই, আমি মদ পান করিব অথবা আল্লাহকে বাদ দিয়া এই খুঁটির (দেবী মূর্তির) পূজা করিব। নাসায়ী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান