মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৩৬৩১
details icon

পরিচ্ছেদঃ ৫. দ্বিতীয় অনুচ্ছেদ - সাবধানতা অবলম্বনে শাস্তি প্রদান
৩৬৩১। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, নবী (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমাদের কেহ মারধর করে, তখন অবশ্যই যেন মুখমণ্ডলে না মারে। —আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩৬৩২
details icon

পরিচ্ছেদঃ ৫. দ্বিতীয় অনুচ্ছেদ - সাবধানতা অবলম্বনে শাস্তি প্রদান
৩৬৩২। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ যদি কোন ব্যক্তি কোন (মুসলমান) ব্যক্তিকে 'ইহুদী' বলে, তখন তাহাকে বিশবার চাবুক মার। অনুরূপভাবে যদি কাহাকেও 'হিজড়া' বলে, তখনও তাহাকে বিশ দোররা লাগাও । কিন্তু যদি কোন (বদবত) ব্যক্তি তাহার কোন মাহরাম নারীর সাথে যিনা করে, তখন তাহাকে 'কতল' কর। তিরমিযী। এবং তিনি বলিয়াছেন, এই হাদীসটি গরীব।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩৬৩৩
details icon

পরিচ্ছেদঃ ৫. দ্বিতীয় অনুচ্ছেদ - সাবধানতা অবলম্বনে শাস্তি প্রদান
৩৬৩৩। হযরত ওমর (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যদি তোমরা কোন লোককে আল্লাহর পথে খেয়ানত করিতে (অর্থাৎ, গনীমতের মাল আত্মসাৎ করিতে) পাও, তবে তাহার সমুদয় মাল পোড়াইয়া ফেল এবং তাহাকে প্রহার কর। — তিরমিযী ও আবু দাউদ। আর তিরমিযী বলিয়াছেন, এই হাদীসটি গরীব।
এ অধ্যায়ে তৃতীয় অনুচ্ছেদ নেই।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান