মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩৬৩১
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - সাবধানতা অবলম্বনে শাস্তি প্রদান
৩৬৩১। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, নবী (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমাদের কেহ মারধর করে, তখন অবশ্যই যেন মুখমণ্ডলে না মারে। —আবু দাউদ
كتاب الحدود
الْفَصْل الثَّانِي
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا ضَرَبَ أَحَدُكُمْ فَلْيَتَّقِ الوجهَ» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
হদ্ বা তা'যীর কোন সাজাতেই মুখমণ্ডলে আঘাত করা যাইবে না। আদব বা শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য স্ত্রী, সন্তান-সন্তুতিদিগকে মারধর করার বেলায়ও মুখমণ্ডলে আঘাত করা জায়েয নহে।