মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৭- কিসাসের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৩৫২৯
details icon

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - যে সব অপরাধের ক্ষতিপূরণ (জরিমানা) নেই
৩৫২৯। হযরত সায়ীদ ইবনে যায়দ (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি দ্বীনের হেফাযতে মারা যায় সে শহীদ, যে ব্যক্তি নিজের জান রক্ষা করিতে মারা যায় সে শহীদ, যে ব্যক্তি নিজের মাল রক্ষা করিতে মারা যায় সে শহীদ এবং যে ব্যক্তি নিজের পরিবার-পরিজন হেফাযত করিতে মারা যায় সেও শহীদ। —তিরমিযী, আবু দাউদ ও নাসায়ী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩৫৩০
details icon

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - যে সব অপরাধের ক্ষতিপূরণ (জরিমানা) নেই
৩৫৩০। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ জাহান্নামের সাতটি দরজা রহিয়াছে। তন্মধ্যে একটি দরজা সেই সমস্ত লোকদের জন্য যাহারা আমার উম্মতের উপর অথবা বলিয়াছেন, মুহাম্মাদ (ﷺ)-এর উম্মতের উপর তলোয়ার উত্তোলন করিয়াছে। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, এই হাদীসটি গরীব। আর আবু হুরায়রা (রাঃ)-এর হাদীস –“জানোয়ারের লাথিতে কোন লোক মারা গেলে তাহার কোন ক্ষতিপূরণ নাই,” ——'গসবের' অধ্যায়ে বর্ণিত হইয়াছে।
এ অধ্যায়ে তৃতীয় অনুচ্ছেদ নেই।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩৫৩৩
details icon

পরিচ্ছেদঃ ৪. প্রথম অনুচ্ছেদ - মুরতাদ এবং গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে
৩৫৩৩। ইকরেমা (রাঃ) বলেন, একবার কতিপয় নাস্তিককে হযরত আলী (রাঃ)-এর নিকট আনা হইল এবং তিনি তাহাদিগকে পুড়িয়া ফেলিলেন। এই ঘটনার সংবাদ ইবনে আব্বাস (রাঃ)-এর কাছে পৌঁছিলে তিনি মন্তব্য করিলেন, তাহার (আলীর) স্থলে যদি আমি হইতাম, তাহা হইলে আমি তাহাদিগকে জ্বালাইতাম না। কেননা, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলিয়া এইরূপে নিষেধ করিয়াছেন যে, আল্লাহর শাস্তি (আগুনের) দ্বারা তোমরা কাহাকেও শাস্তি দিও না। অবশ্য আমি তাহাদিগকে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুসারে হত্যা করিতাম (তিনি বলিয়াছেন,) যে কেহ তাহার দ্বীন (ইসলাম) পরিবর্তন করিবে (অর্থাৎ, মুরতাদ হইবে) তাহাকে হত্যা কর। -বুখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান