মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৩৩৭৯
details icon

পরিচ্ছেদঃ ১৮. দ্বিতীয় অনুচ্ছেদ - শিশুর বালেগ হওয়া ও ছোট বেলায় তাদের প্রতিপালন প্রসঙ্গে
৩৩৭৯। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) একটি ছেলেকে তাহার বাপ ও মায়ের মধ্যে যাহাকে ইচ্ছা বাছিয়া লইতে এখতিয়ার দিয়াছিলেন। — তিরমিযী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩৩৮০
details icon

পরিচ্ছেদঃ ১৮. দ্বিতীয় অনুচ্ছেদ - শিশুর বালেগ হওয়া ও ছোট বেলায় তাদের প্রতিপালন প্রসঙ্গে
৩৩৮০। সেই হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট একটি স্ত্রীলোক আসিয়া বলিল, আমার স্বামী আমার ছেলে লইয়া যাইতে চাহে, ছেলে আমাকে পানি আনিয়া দেয় এবং আমার কিছু উপকার করে। নবী করীম (ﷺ) ছেলেকে বলিলেন, এইটি তোমার বাপ আর এইটি তোমার মা—যাহার ইচ্ছা তুমি তাহার হাত ধর। ছেলে তাহার মায়ের হাত ধরিল। অতএব, সে তাহাকে লইয়া চলিয়া গেল। –আবু দাউদ, নাসায়ী ও দারেমী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান