মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৩৩৮১

পরিচ্ছেদঃ ১৮. তৃতীয় অনুচ্ছেদ - শিশুর বালেগ হওয়া ও ছোট বেলায় তাদের প্রতিপালন প্রসঙ্গে
৩৩৮১। তাবেয়ী হেলাল ইবনে উসামা কোন এক মদীনাবাসীর ক্রীতদাস তাবেয়ী আবু মাইমুনা সুলায়মান হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন, একদা আমি হযরত আবু হুরায়রার সাথে বসিয়া আছি। এমন সময় তাঁহার নিকট একজন পারসিক স্ত্রীলোক আসিল, যাহার নিকট তাহার একটি ছেলে ছিল এবং তাহাকে তাহার স্বামী তালাক দিয়াছিল। অতঃপর উভয়ে ছেলেটির দাবী করিল। স্ত্রীলোকটি পারসী ভাষায় বলিল, হে আবু হুরায়রা! আমার স্বামী আমার ছেলেটি লইয়া যাইতে চাহে। আবু হুরায়রা পারসী ভাষায়ই তাহাকে বলিলেন, তোমরা তাহার ব্যাপারে লটারি দাও। অতঃপর স্বামী আসিয়া বলিল, কে আমার ছেলে লইয়া আমার সাথে টানাটানি করিতে পারে? তখন আবু হুরায়রা (রাঃ) বলেন, হে খোদা! তুমি জান, আমি ইহা এই জন্য বলিতেছি যে, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বসিয়া ছিলাম, এমন সময় এক স্ত্রীলোক আসিয়া রাসূলুল্লাহকে বলিল, আমার স্বামী আমার ছেলে লইয়া যাইতে চাহে। অথচ ছেলে আমার কাজে আসে, আমাকে আবু ইনাবা কূপের পানি আনিয়া খাওয়ায়। নাসায়ীর বর্ণনায়—মিঠা পানি খাওয়ায়। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ তোমরা তাহার ব্যাপারে লটারি দাও। ইহা শুনিয়া তাহার স্বামী বলিল, কে আমার সন্তান লইয়া টানাটানি করিতে পারে? তখন রাসুলুল্লাহ্ (ﷺ) ছেলেটিকে বলিলেন, এই তোমার বাপ, এই তোমার মা, যাহার ইচ্ছা তুমি তাহার হাত ধর। ছেলে তাহার মায়ের হাত ধরিল। – আবু দাউদ, নাসায়ী শুধু হুযূরের কথাটি। দারেমী হেলাল ইবনে উসামা হইতে।

তাহকীক:
তাহকীক চলমান