মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৩৩৩৫
details icon

পরিচ্ছেদঃ ১৫. তৃতীয় অনুচ্ছেদ - ‘ইদ্দত
৩৩৩৫। তাবেয়ী সুলায়মান ইবনে ইয়াসার হইতে বর্ণিত, তাবেয়ী আহওয়াস শাম দেশে মারা গেল, যখন তাহার তালাক দেওয়া স্ত্রীর তৃতীয় ঋতু চলিতেছিল। খলীফা মুআবিয়া ইবনে আবু সুফিয়ান এ ব্যাপারে মাসআলা জিজ্ঞাসা করিয়া সাহাবী হযরত যায়দ ইবনে সাবেত আনসারীর নিকট পত্র লিখিলেন। যায়দ উত্তরে লিখিলেন, যখন সে তৃতীয় ঋতুতে পৌঁছিয়াছে, তখন স্বামী স্ত্রী একে অপর হইতে সম্পূর্ণ পৃথক হইয়া গিয়াছে। সুতরাং স্বামী তাহার মীরাস পাইবে না এবং সেও স্বামীর মীরাস পাইবে না। —মালেক

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩৩৩৬
details icon

পরিচ্ছেদঃ ১৫. তৃতীয় অনুচ্ছেদ - ‘ইদ্দত
৩৩৩৬। তাবেয়ী সায়ীদ ইবনে মুসাইয়্যাব (রঃ) বলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) বলিয়াছেন, যে কোন নারীকে তালাক দেওয়া হয়, অতঃপর তাহার এক কি দুই হায় গোজারে, তৎপর হায় বন্ধ হইয়া যায়, তবে সে নয় মাস অপেক্ষা করিবে (এবং গর্ভ সঞ্চার হইয়াছে কিনা দেখিবে)। যদি গর্ভ প্রকাশ পায়, তবে তো ভাল (অর্থাৎ, প্রসবই ইদ্দত হইবে), অন্যথায় সে নয় মাসের পর আরও তিন মাস ইদ্দত পালন করিবে; অতঃপরই তাহার ইদ্দত শেষ হইবে। —মালেক

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান