মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৩৩৩৩
details icon

পরিচ্ছেদঃ ১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - ‘ইদ্দত
৩৩৩৩। উম্মুল মু'মিনীন বিবি উম্মে সালামা (রাঃ) বলেন, যখন আমার (প্রথম) স্বামী মারা গেলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমার নিকট গেলেন। তখন আমার মুখমণ্ডলে আমি ‘সাবের' লাগাইয়াছি। তিনি বলিলেনঃ ইহা কি উম্মে সালামা? আমি বলিলাম, ইহা ‘সাবের’, ইহাতে কোন সুগন্ধি নাই। তিনি বলিলেন, ইহা চেহারাকে উজ্জ্বল করে। সুতরাং রাত্রে ছাড়া উহা দিও না এবং দিনে মুছিয়া ফেলিও। ইহাছাড়া খোশবু দ্বারা চুল পরিপাটি করিও না এবং মেন্ধি দ্বারাও নহে, কেননা, উহা হইল খেজাব। আমি বলিলাম, তবে আমি কিসের দ্বারা মাথা ধুইব, ইয়া রাসূলাল্লাহ্? তিনি বলিলেন, বরই পাতা দ্বারা, (উহা বাটিয়া) উহা দ্বারা তোমার মাথায় প্রলেপ দিবে। –আবু দাউদ ও নাসায়ী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩৩৩৪
details icon

পরিচ্ছেদঃ ১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - ‘ইদ্দত
৩৩৩৪। সেই বিবি উম্মে সালামা (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ স্বামীমৃত নারী লাল রংে রঞ্জিত কাপড় পরিবে না, লাল মাটি দ্বারা রঞ্জিত কাপড়ও নহে এবং গহনা পরিবে না। চুলে বা হাতে, পায়ে মেন্ধির রং লাগাইবে না এবং চোখে সুরমা লাগাইবে না। – আবু দাউদ ও নাসায়ী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান