মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৩৩৩৭
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৬. প্রথম অনুচ্ছেদ - জরায়ু মুক্তকরণ বা পবিত্রকরণ
৩৩৩৭। হযরত আবুদ্দারদা বলেন, একদা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসন্ন প্রসবা এক স্ত্রীলোকের নিকট দিয়া যাইতেছিলেন। সুতরাং তাহার সম্পর্কে জিজ্ঞাসা করিলেন—সে কে? লোকেরা বলিল, অমুকের বাঁদী। তিনি জিজ্ঞাসা করিলেন, সে কি তাহার সহিত সহবাস করে ? তাহারা বলিল, হ্যাঁ। তিনি বলিলেন, আমি তাহাকে এমন অভিশাপ করিতে ইচ্ছা করিয়াছি যাহা তাহার সাথে কবরে পর্যন্ত যায় এবং তাহার দুই জাহান নষ্ট করে। বাস্তবে নিজের সন্তান হইলে কি করিয়া সে তাহাকে নিজের চাকর বানাইবে ? অথচ তা তাহার পক্ষে জায়েয নাই। আর বাস্তবে অন্যের সন্তান হইলে কি করিয়া সে তাহাকে নিজের ওয়ারিস করিবে ? অথচ তাহা তাহার পক্ষে জায়েয নহে। — মুসলিম
كتاب النكاح
بَابُ الْاِسْتِبْرَاءِ: الْفَصْل الأول
عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِامْرَأَةٍ مُجِحٍّ فَسَأَلَ عَنْهَا فَقَالُوا: أَمَةٌ لِفُلَانٍ قَالَ: «أَيُلِمُّ بِهَا؟» قَالُوا: نَعَمْ. قَالَ: «لَقَدْ هَمَمْتُ أَنْ أَلْعَنَهُ لَعْنًا يَدْخُلُ مَعَهُ فِي قَبْرِهِ كَيْفَ يَسْتَخْدِمُهُ وَهُوَ لَا يَحِلُّ لَهُ؟ أَمْ كَيْفَ يُوَرِّثُهُ وَهُوَ لَا يحلُّ لَهُ؟» . رَوَاهُ مُسلم
তাহকীক: