মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৮ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৩২১৬

পরিচ্ছেদঃ ৮. প্রথম অনুচ্ছেদ - ওয়ালীমাহ্ (বৌভাত)
৩২১৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : যখন তোমাদের কেহ বিবাহের খানায় আমন্ত্রিত হয়, তখন সে যেন উহাতে যোগদান করে। —মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩২১৭

পরিচ্ছেদঃ ৮. প্রথম অনুচ্ছেদ - ওয়ালীমাহ্ (বৌভাত)
৩২১৭। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যখন তোমাদের কেহ কোন খানাতে আমন্ত্রিত হয়, তখন সে যেন উহাতে যোগদান করে; অতঃপর ইচ্ছা হয় খাইবে আর ইচ্ছা না হয় না খাইবে। —মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩২১৮

পরিচ্ছেদঃ ৮. প্রথম অনুচ্ছেদ - ওয়ালীমাহ্ (বৌভাত)
৩২১৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্, ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: সর্বাপেক্ষা মন্দ খানা হইতেছে ওলীমার সেই খানা, যাহাতে ধনীদের দাওয়াত করা হয় আর গরীবদেরকে ত্যাগ করা হয়। যে ব্যক্তি দাওয়াত (কবুল করা) ত্যাগ করিয়াছে, সে আল্লাহ্ ও তাঁহার রাসূলের অবাধ্যতা করিয়াছে। — মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩২১৯

পরিচ্ছেদঃ ৮. প্রথম অনুচ্ছেদ - ওয়ালীমাহ্ (বৌভাত)
৩২১৯। হযরত আবু মাসউদ আনসারী (রাঃ) বলেন, আনসারীদের মধ্যে এক ব্যক্তি, যাহার 'কুনিয়াত' ছিল আবু শোআয়ব, তাহার এক গোশত বিক্রয়কারী ক্রীতদাস ছিল। সে ক্রীতদাসকে বলিল, আমার জন্য পাঁচ জনের হয় পরিমাণ খানা তৈয়ার কর। আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাঁচ জনের একজন হিসাবে দাওয়াত দিতে ইচ্ছা রাখি। সুতরাং সেমতে তাহার জন্য কিছু খানা তৈয়ার করা হইল। অতঃপর সে আসিয়া হুরকে দাওয়াত দিল। পথে তাঁহাদের সাথে এক ব্যক্তি শামিল হইল। (দাওয়াতপাতার বাড়ী পৌঁছিয়া) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন : আবু শোআয়ব। এক ব্যক্তি আমাদের সাথী হইয়াছে। যদি তোমার ইচ্ছা হয় তাহাকে (ঘরে ঢোকার অনুমতি দিতে পার আর যদি ইচ্ছা না হয় বাদও দিতে পার। সে বলিল, না হুযূর আমি তাহাকে অনুমতি দিলাম। – মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩২২০

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - ওয়ালীমাহ্ (বৌভাত)
৩২২০। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বিবি সফিয়ার ওলীমা করিয়াছিলেন ছাতু ও খেজুর দ্বারা। — আহমদ, তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩২২১

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - ওয়ালীমাহ্ (বৌভাত)
৩২২১। হযরত সফীনা (রাঃ) হইতে বর্ণিত আছে, একদা এক ব্যক্তি হযরত আলী ইবনে আবু তালেবের মেহমান হইল। তিনি তাহার জন্য খানা প্রস্তুত করিলেন। এসময় বিবি ফাতেমা (রাঃ) বলিলেন, যদি আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-কে দাওয়াত দিতাম এবং তিনি আমাদের সাথে খাইতেন—ভাল হইত। সুতরাং তাহারা তাঁহাকে দাওয়াত দিলেন আর সেমতে তিনি আসিলেন এবং দরজার দুই পার্শ্বের দুই চৌকাঠের উপর দুই হাত রাখিয়া দাঁড়াইলেন, দেখিলেন, ঘরের একদিকে একটি নকশা করা কাপড় লটকানো হইয়াছে। ইহাতে তিনি ফিরিয়া গেলেন। বিবি ফাতেমা বলেন, আমি তাঁহার পিছনে ছুটিলাম এবং যাইয়া বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্। কি কারণে আপনি ফিরিয়া আসিলেন? তখন তিনি বলিলেনঃ আমার অথবা কোন নবীর পক্ষে কোন নকশা করা ঘরে প্রবেশ করা উচিত নহে। —আহমদ ও ইবনে মাজাহ্

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩২২২

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - ওয়ালীমাহ্ (বৌভাত)
৩২২২। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি নিমন্ত্রিত হইয়া নিমন্ত্রণে যায় নাই, সে আল্লাহ্ ও তাঁহার রাসুলের অবাধ্যতা করিয়াছে। আর যে ব্যক্তি নিমন্ত্রণ ছাড়া গিয়াছে সে চোররূপে গিয়াছে এবং লুণ্ঠনকারীরূপে ফিরিয়াছে। —আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩২২৩

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - ওয়ালীমাহ্ (বৌভাত)
৩২২৩। রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীগণের মধ্যে এক সাহাবী বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাকে যখন দু’ ব্যক্তি (একই সাথে) দা’ওয়াত দেয়, তখন নিকটবর্তীর দা’ওয়াত গ্রহণ কর। আর উভয়ের মধ্যে তার দা’ওয়াত গ্রহণ কর যে আগে দা’ওয়াত দিয়েছে। আহমাদ, আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান