মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩২১৬
৮. প্রথম অনুচ্ছেদ - ওয়ালীমাহ্ (বৌভাত)
৩২১৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : যখন তোমাদের কেহ বিবাহের খানায় আমন্ত্রিত হয়, তখন সে যেন উহাতে যোগদান করে। —মোত্তাঃ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى الْوَلِيمَةِ فَلْيَأْتِهَا» . مُتَّفَقٌ عَلَيْهِ. وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: فَلْيُجِبْ عُرْسًا كَانَ أَو نَحوه

হাদীসের ব্যাখ্যা:

উহাতে যোগদান করে—ইহা হইতে কেহ কেহ মনে করেন যে, দাওয়াতের মজলিসে যোগদান করা ওয়াজিব। বিনা ওজরে না গেলে গোনাহ্গার হইবে। কিন্তু তথায় খাওয়া ওয়াজিব নহে। খাওয়াটা মোস্তাহাব যদি খাওয়াতে নিজের কোন অসুবিধা না হয়, অথবা খানাতে কোন হারাম বা সন্দেহজনক জিনিস না থাকে। মজলিসে কোন রকমের শরীঅতবিরোধী কাজ হইবে বলিয়া জানিতে পারিলে উহাতে যোগদান করা আবশ্যক নহে; বরং নিষেধ। উপস্থিত হইয়া শরীঅতবিরোধী কাজ হইতে দেখিলে উহাতে বাধা দিবেন যদি তাহার ক্ষমতা থাকে, অন্যথায় চলিয়া আসিবেন যদি তিনি শরীআতের আলেম বা গণ্যমান্য ব্যক্তি হন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩২১৬ | মুসলিম বাংলা