মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৩২০৮

পরিচ্ছেদঃ ৭. তৃতীয় অনুচ্ছেদ - মোহর
৩২০৮। উম্মুল মু'মিনীন বিবি উম্মে হাবীবা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, তিনি আব্দুল্লাহ্ (সহীহ ওবায়দুল্লাহ্) ইবনে জাহশের স্ত্রী ছিলেন। আব্দুল্লাহ্ হাবশায় মৃত্যুবরণ করেন। অতঃপর হাবশার বাদশা নাজ্জাশী তাঁহাকে নবী করীম (ﷺ)-এর সাথে বিবাহ দেন এবং তাঁহার পক্ষ হইতে চারি হাজার মহর আদায় করিয়া দেন। অপর বর্ণনায় আছে —চারি হাজার দেরহাম (মহর আদায় করিয়াছেন) এবং শুরাহবীল ইবনে হাসানার সাথে তাঁহাকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট (মদীনায়) পাঠাইয়া দেন। —আবু দাউদ ও নাসায়ী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩২০৯

পরিচ্ছেদঃ ৭. তৃতীয় অনুচ্ছেদ - মোহর
৩২০৯। হযরত আনাস (রাঃ) বলেন, (তাঁহার মা) উম্মে সুলাইমকে (তাঁহার বাপের মৃত্যুর পর) হযরত আবু তালহা বিবাহ করেন। তাঁহাদের মহর ছিল ইসলাম। (ইহার বিবরণ এই যে,) উম্মে সুলাইম আবু তালহার পূর্বে ইসলাম গ্রহণ করেন। অতঃপর আবু তালহা তাঁহার বিবাহের প্রস্তাব করেন। তখন উম্মে সুলাইম বলেন, আমি ইসলাম গ্রহণ করিয়াছি, তুমি যদি ইসলাম গ্রহণ কর তবে তোমার সাথে বিবাহ হইতে পারে। অতঃপর আবু তালহা ইসলাম গ্রহণ করিলেন আর তাঁহাদের মহর হইল ইসলাম। —নাসায়ী

তাহকীক:
তাহকীক চলমান