মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৩১৬৮
details icon

পরিচ্ছেদঃ ৪. প্রথম অনুচ্ছেদ - যে নারীদেরকে বিয়ে করা হারাম
৩১৬৮। সেই বিবি আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে, একদা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁহার নিকট পৌঁছিলেন, তখন তাহার নিকট ছিল একটি পুরুষ। ইহা যেন হুযূর না-পছন্দ করিলেন। আয়েশা বলিলেন, ইনি আমার দুধ-ভাই। তখন তিনি বলিলেনঃ দেখ, তোমার ভাই কাহারা? ভাই হয় দুধের বয়সে ক্ষুধায় দুধ খাইলেই। —মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩১৬৯
details icon

পরিচ্ছেদঃ ৪. প্রথম অনুচ্ছেদ - যে নারীদেরকে বিয়ে করা হারাম
৩১৬৯। হযরত ওকবা ইবনে হারেস (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি আবু এহাব ইবনে আযীযের একটি কন্যাকে বিবাহ করিলেন। অতঃপর একটি স্ত্রীলোক আসিয়া বলিল, আমি ওকবাকে এবং সে যাহাকে বিবাহ করিয়াছে তাহাকে দুধ খাওয়াইয়াছি। ওকরা তাহাকে বলিলেন, আমি জানি না যে, আপনি আমাকে দুধ খাওয়াইয়াছেন এবং কখনও আমাকে ইহা বলেন নাই। অতঃপর ওকবা আবু এহাব পরিবারের নিকট লোক পাঠাইয়া তাহাদিগকে ইহা জিজ্ঞাসা করিলেন। তাহারা বলিল, আমরাও জানি না যে, সে আমাদের পাত্রীকে দুধ খাওয়াইয়াছে। অতঃপর ওকবা মদীনায় নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন এবং তাহাকে ইহা জিজ্ঞাসা করিলেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ তোমরা কিভাবে এক সাথে থাকিতে পার যখন বলা হইয়াছে যে, তোমরা দুধ-ভাই বোন। সুতরাং একবা তাহাকে পৃথক করিয়া দিল এবং সেই নারী অন্যকে বিবাহ করিল। বোখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩১৭০
details icon

পরিচ্ছেদঃ ৪. প্রথম অনুচ্ছেদ - যে নারীদেরকে বিয়ে করা হারাম
৩১৭০। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন যুদ্ধের তারিখে আওতাসের দিকে এক সৈন্যদল পাঠাইলেন। তাহারা শত্রুর সম্মুখীন হইল এবং তাহাদের সাথে যুদ্ধ করিল, অবশেষে তাহাদের উপর জয়ী হইল এবং বহু নারী তাহাদের অধিকারে আসিল। অতঃপর নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কিছু কিছু লোক ঐ নারীদের মুশরিক স্বামী থাকার কারণে তাহাদের সাথে সহবাস করাকে দূষণীয় মনে করিতে লাগিল। তখন আল্লাহ্ তা'আলা এ ব্যাপারে আয়াত নাযিল করিলেন, " এবং (তোমাদের প্রতি হারাম করা হইয়াছে) সধবা নারী, কিন্তু যাহারা তোমাদের অধিকারে আসিয়াছে (তাহারা নহে)।” রাবী বলেন, অর্থাৎ, তাহারা তোমাদের জন্য হালাল যখন তাহাদের ইন্দত পূর্ণ হইয়া যায়। মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩১৭১
details icon

পরিচ্ছেদঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ - যে নারীদেরকে বিয়ে করা হারাম
৩১৭১। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) কোন নারীকে তাহার ফুফুর সাথে বিবাহ করিতে নিষেধ করিয়াছেন, আর ফুফুকে তাহার ভাইঝির সাথে, কোন মেয়েকে তাহার খালার সাথে, আর খালাকে তাহার বোনের মেয়ের সাথে। এইরূপে ছোট ভগ্নীকে বড় ভগ্নীর সাথে এবং বড় ভগ্নীকে ছোট ভগ্নীর সাথে। —তিরমিযী, আবু দাউদ, দারেমী ও নাসায়ী। তবে নাসায়ীর বর্ণনা 'ভগ্নীর মেয়ে' পর্যন্ত।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩১৭২
details icon

পরিচ্ছেদঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ - যে নারীদেরকে বিয়ে করা হারাম
৩১৭২। হযরত বারা ইবনে আযেব (রাঃ) বলেন, একদা আমার মামু আবু বোরদা ইবনে নেয়ার আমার নিকট দিয়া যাইতেছিলেন, তখন তাঁহার হাতে ছিল একটি পতাকা। আমি বলিলাম, কোথায় যাইতেছেন? তিনি বলিলেন, আমাকে নবী করীম (ﷺ) এক ব্যক্তির নিকট তাহার মাথা কাটিয়া আনিতে পাঠাইয়াছেন, যে তাহার বাপের পত্নীকে বিবাহ করিয়াছে। —তিরমিযী ও আবু দাউদ।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান