মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৩১৫৮
details icon

পরিচ্ছেদঃ ৩. তৃতীয় অনুচ্ছেদ - বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে
৩১৫৮। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, 'মোতা বিবাহ' ইসলামের প্রথম যুগে ছিল। কোন ব্যক্তি যখন কোন জনপদে পৌঁছিত, যেখানে তাহার কাহারও সাথে কোন পরিচয় থাকিত না। অতএব, সে তথায় যতদিন অবস্থান করিবে বলিয়া মনে করিত, তত দিনের জন্য কোন নারীকে বিবাহ করিত। নারী তাহার আসবাবপত্র রক্ষা করিত এবং তাহার খানাপানি প্রস্তুত করিত। অবশেষে যখন এই আয়াত নাযিল হইল, “যাহারা আপন লজ্জাস্থানকে হেফাযত করে আপন স্ত্রী অথবা আপন দাসীদের ব্যতীত অন্যদের হইতে” (সূরা মাআরিজ, আয়াত ২৯–৩০ ) ইবনে আব্বাস বলেন, তখন ঐ দুইটি ব্যতীত সকল লজ্জাস্থানই হারাম হইয়া গেল। —তিরমিযী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩১৫৯
details icon

পরিচ্ছেদঃ ৩. তৃতীয় অনুচ্ছেদ - বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে
৩১৫৯। তাবেয়ী আমের ইবনে সা'দ (রঃ) বলেন, আমি একদা এক বিবাহে হযরত কারাযা ইবনে কা'ব আনসারী ও আবু মাসউদ আনসারীর নিকট পৌঁছিলাম। তখন দেখি কতক মেয়ে গান গাহিতেছে। ইহা দেখিয়া আমি বলিলাম, হে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীদ্বয় ও বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদ্বয় ! আপনাদের সম্মুখে কি এইরূপ করা হইতেছে ? তখন তাঁহারা বলিলেন, ইচ্ছা হয় বস এবং আমাদের সাথে শুন; আর ইচ্ছা হয় চলিয়া যাও। কেননা, বিবাহের সময় গানের ব্যাপারে আমাদেরকে রুখসত (অনুমতি) দেওয়া হইয়াছে। —নাসায়ী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩১৬০
details icon

পরিচ্ছেদঃ ৪. প্রথম অনুচ্ছেদ - যে নারীদেরকে বিয়ে করা হারাম
৩১৬০। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ কোন নারীকে তাহার ফুফুর সাথে (বিবাহবন্ধনে) একত্র করা যাইবে না। আর না কোন নারীকে তাহার খালার সাথে। মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান