মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৩১২১

পরিচ্ছেদঃ ১. তৃতীয় অনুচ্ছেদ - (বিবাহের প্রস্থাবিত) পাত্রী দেখা ও সতর (পর্দা) প্রসঙ্গে
৩১২১। বিবি উম্মে সালামা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, একদা নবী করীম (ﷺ) তাঁহার নিকট ছিলেন। এ সময় ঘরে এক নপুংসকও ছিল। সে বিবি উম্মে সালামার ভাই আব্দুল্লাহ্ ইবনে আবু উমাইয়াকে বলিল, হে আব্দুল্লাহ্! আগামীতে আল্লাহ্ যদি তোমাদিগকে তায়েফবাসীদের উপর বিজয় দান করেন, আমি তোমাকে গায়লানের কন্যাকে দেখাইব—সে চারিটি লইয়া আগমন করে এবং আটটি লইয়া প্রস্থান করে। ইহা শুনিয়া নবী করীম (ﷺ) বলিলেনঃ ইহারা যেন কখনও তোমাদের নিকট আসিতে না পারে। —মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩১২২

পরিচ্ছেদঃ ১. তৃতীয় অনুচ্ছেদ - (বিবাহের প্রস্থাবিত) পাত্রী দেখা ও সতর (পর্দা) প্রসঙ্গে
৩১২২। হযরত মিসওয়ার ইবনে মাখরামা (রাঃ) বলেন, আমি একটি ভারী পাথর উঠাইয়া লইয়া চলিলাম, হঠাৎ আমার পরনের কাপড় পড়িয়া গেল এবং আমি উহা ধরিতে পারিলাম না। এসময় রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে দেখিলেন এবং বলিলেনঃ কাপড় পরিয়া লও, নেংটা চলিও না। — মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩১২৩

পরিচ্ছেদঃ ১. তৃতীয় অনুচ্ছেদ - (বিবাহের প্রস্থাবিত) পাত্রী দেখা ও সতর (পর্দা) প্রসঙ্গে
৩১২৩। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি কখনও রাসূলুল্লাহ্ (ﷺ)-এর লজ্জাস্থানের দিকে নজর করি নাই বা কখনও উহা দেখি নাই। —ইবনে মাজাহ্

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩১২৪

পরিচ্ছেদঃ ১. তৃতীয় অনুচ্ছেদ - (বিবাহের প্রস্থাবিত) পাত্রী দেখা ও সতর (পর্দা) প্রসঙ্গে
৩১২৪। হযরত আবু উমামা (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ যে কোন মুসলমানের কোন স্ত্রীলোকের সৌন্দর্যের প্রতি হঠাৎ প্রথম দৃষ্টি পড়িয়া যায়, অতঃপর সে আপন চক্ষু নীচু করে, আল্লাহ্ তাহার জন্য এক এবাদতের সুযোগ সৃষ্টি করেন যাহাতে সে উহার স্বাদ পায়। – আহমদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩১২৫

পরিচ্ছেদঃ ১. তৃতীয় অনুচ্ছেদ - (বিবাহের প্রস্থাবিত) পাত্রী দেখা ও সতর (পর্দা) প্রসঙ্গে
৩১২৫। হযরত হাসান বসরী মুরসালরূপে বর্ণনা করেন যে, (সাহাবীদের নিকট হইতে) আমার নিকট বিশ্বস্ত সূত্রে পৌঁছিয়াছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ লা'নত করেন (ইচ্ছাকৃত) দৃষ্টিকারী এবং যে (ইচ্ছাকৃতভাবে) দৃষ্টিতে পতিত হয় তাহার প্রতি। —বায়হাকী শোআবুল ঈমানে

তাহকীক:
তাহকীক চলমান