মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৩১২৮

পরিচ্ছেদঃ ২. প্রথম অনুচ্ছেদ - বিয়ের ওয়ালী (অভিভাবক) এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে
৩১২৮। হযরত খেনসা বিনতে খেযাম (রাঃ) হইতে বর্ণিত আছে যে, তাহার বাপ তাহাকে বিবাহ দিল অথচ সে তখন পূর্ব বিবাহিতা, আর সে উহা না-পছন্দ করিল এবং রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাইয়া উহার অভিযোগ করিল, তিনি তাহার বিবাহ ভাঙ্গিয়া দিলেন। বোখারী। ইবনে মাজাহর বর্ণনামতে বাপের দেওয়া বিবাহ ভাগিয়া দিলেন। বুখারী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩১২৯

পরিচ্ছেদঃ ২. প্রথম অনুচ্ছেদ - বিয়ের ওয়ালী (অভিভাবক) এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে
৩১২৯। বিবি আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁহাকে বিবাহ করেন তখন তাহার বয়স ছিল সাত বৎসর আর যখন তাহাকে হুযুরের ঘরে পাঠানো হয় তখন তাঁহার বয়স ছিল নয় বৎসর। তখন তাহার খেলনা ছিল তাঁহার সাথে। আর যখন তিনি তাহাকে ছাড়িয়া যান তখন তাঁহার বয়স ছিল আঠারো বৎসর। —মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩১৩০

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - বিয়ের ওয়ালী (অভিভাবক) এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে
৩১৩০। হযরত আবু মুসা আশআরী (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ ওলী ছাড়া বিবাহ হয় না। – আহমদ, তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ্ ও দারেমী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩১৩১

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - বিয়ের ওয়ালী (অভিভাবক) এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে
৩১৩১। বিবি আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ যে কোন নারী তাহার ওলীর অনুমতি ব্যতীত বিবাহ করিয়াছে, তাহার বিবাহ অশুদ্ধ, তাহার বিবাহ অশুদ্ধ, তাহার বিবাহ অশুদ্ধ। কিন্তু যদি স্বামী তাহার সহিত সহবাস করে, তবে সে মোহর পাওনা হইবে — স্বামী যে তাহার লজ্জাস্থানকে হালাল করিয়াছে সে জন্য। যদি ওলীগণ বিবাদ করে, তবে যাহার ওলী নাই তাহার ওলী হইল দেশের শাসক। —আহমদ, তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ্ ও দারেমী

তাহকীক:
তাহকীক চলমান