মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৩০৮৯
details icon

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদঃ বিবাহের নীতি ও বিবিধ বিষয়
৩০৮৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ্ আবশ্যক মনে করেন। 'মুকাতাব’– যে দাস তার মুক্তিপণ আদায় করিতে চাহে; ‘বিবাহকারী’—যে আপন চরিত্র রক্ষা করিতে চাহে এবং ‘মুজাহিদ’—যে আল্লাহর রাস্তায় জেহাদ করে। —তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ্

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩০৯০
details icon

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদঃ বিবাহের নীতি ও বিবিধ বিষয়
৩০৯০। সেই হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহু (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমাদের নিকট এমন লোক বিবাহের প্রস্তাব করে, যাহার দ্বীনদারী ও চরিত্রকে তোমরা পছন্দ কর, তখন বিবাহ দিয়া দাও! যদি তাহা না কর তবে যমীনে বিপদ ও বড় ফাসাদ সৃষ্টি হইবে। —তিরমিযী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩০৯১
details icon

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদঃ বিবাহের নীতি ও বিবিধ বিষয়
৩০৯১। হযরত মা'কাল ইবনে ইয়াসার (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ বিবাহ কর তোমরা ভালবাসিনী ও অধিক সন্তান প্রসবিণী নারীকে। কেননা, আমি তোমাদের সংখ্যায় অন্যান্য উম্মতের উপর জয়ী হইতে চাহি। —আবু দাউদ ও নাসায়ী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩০৯২
details icon

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদঃ বিবাহের নীতি ও বিবিধ বিষয়
৩০৯২। তাবে' তাবেয়ী আব্দুর রহমান ইবনে সালেম ইবনে উতায়বা ইবনে উয়াইম ইবনে সায়েদা আনসারী তাঁহার বাপ ও দাদা পরম্পরায় বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা কুমারীদের বিবাহ করিবে। কেননা, তাহাদের মুখ বেশী মিষ্ট, তাহাদের গর্ভাশয় অধিক গর্ভধারিণী এবং তাহারা অল্পেতে সন্তুষ্ট থাকে। —ইবনে মাজাহ্ মুরসালরূপে বর্ণনা করিয়াছেন।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান