মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৩০৮০
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদঃ বিবাহের নীতি ও বিবিধ বিষয়
৩০৮০। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ হে যুবক সম্প্রদায়। তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে। কেননা, উহা চক্ষুকে আনত রাখে এবং লজ্জাস্থানকে রক্ষা করে; আর যে সামর্থ্য রাখে না সে যেন রোযা রাখে, রোযা হইল তাহার জন্য খোজা হওয়া। মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩০৮১
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদঃ বিবাহের নীতি ও বিবিধ বিষয়
৩০৮১। হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে মাযউন (রাঃ)-এর বিবাহ না করার প্রস্তাবকে রদ করিয়া দিয়াছেন। যদি তিনি তাহাকে উহার অনুমতি দিতেন, নিশ্চয় আমরা খোজা হইয়া যাইতাম। —মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩০৮২
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদঃ বিবাহের নীতি ও বিবিধ বিষয়
৩০৮২। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ নারীকে বিবাহ করা হয় চারি কারণে। তাহার ধনের কারণে, তাহার বংশ মর্যাদার কারণে, তাহার সৌন্দর্যের কারণে এবং তাহার ধর্মের কারণে। সুতরাং ধার্মিক নারী লাভ করিতে চেষ্টা করিবে, তুমি ধ্বংস হও (যদি অপর নারী চাহ)। মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩০৮৩
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদঃ বিবাহের নীতি ও বিবিধ বিষয়
৩০৮৩। হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ গোটা দুনিয়াটাই হইল সম্পদ আর দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হইল সাধ্বী নারী। মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩০৮৪
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদঃ বিবাহের নীতি ও বিবিধ বিষয়
৩০৮৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ উটে চড়ে এমন (অর্থাৎ, আরবের নারীদের মধ্যে উত্তম নারী হইল কোরাইশী নারী। তাহারা সন্তানদের প্রতি হয় বড় স্নেহশীল সন্তানদের ছোটকালে ; স্বামীর মালের প্রতি হয় রক্ষীকা যাহা যাহা তাহাদের হাতে থাকে। মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩০৮৫
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদঃ বিবাহের নীতি ও বিবিধ বিষয়
৩০৮৫। হযরত উসামা ইবনে যায়দ (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ পুরুষের পক্ষে নারী অপেক্ষা অধিক ক্ষতিকর বিপদের জিনিস আমি আমার পরে আর কিছু রাখিয়া যাইতেছি না। — মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩০৮৬
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদঃ বিবাহের নীতি ও বিবিধ বিষয়
৩০৮৬। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলিয়াছেন দুনিয়া হইতেছে সুস্বাদু ঘাসস্বরূপ, আর আল্লাহ্ তোমাদিগকে উহাতে (একের পর এককে) প্রতিনিধি করিবেন, যাহাতে তিনি দেখেন যে, তোমরা কিভাবে কার্য কর। অতএব, তোমরা দুনিয়া সম্পর্কে সতর্ক হও এবং সতর্ক হও নারী জাতি সম্পর্কে। কেননা, বনী ইসরাঈলের প্রতি যে প্রথম বিপদ আসিয়াছিল তাহা নারীদের ভিতর দিয়াই আসিয়াছিল। মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩০৮৭
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদঃ বিবাহের নীতি ও বিবিধ বিষয়
৩০৮৭। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : অকল্যাণ (যদি থাকে, তবে রহিয়াছে নারীতে, বাসস্থানে ও ঘোড়ায়। —মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩০৮৮
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদঃ বিবাহের নীতি ও বিবিধ বিষয়
৩০৮৮। হযরত জাবের (রাঃ) বলেন, একবার আমরা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক যুদ্ধে ছিলাম। আমরা যখন মদীনার নিকটে আসিয়া পৌঁছিলাম, আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমি সম্প্রতি বিবাহ করিয়াছি। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি বিবাহ করিয়াছ? আমি বলিলাম, জি হ্যাঁ। তিনি বলিলেন, কুমারী না বিবাহিতা ? আমি বলিলাম; বরং বিবাহিতা। তিনি বলিলেন, কুমারী করিলে না কেন—তুমি তাহার সাথে আমোদ করিতে আর সেও তোমার সাথে আমোদ করিত? অতঃপর যখন আমরা মদীনায় উপনীত হইলাম, আপন আপন বাসস্থানে যাইতে চাহিলাম। তিনি বলিলেন থাম, আমরা রাত্রে অর্থাৎ, সন্ধ্যায় যাইব, যাহাতে রুক্ষ কেশী নারী মাথায় চিরুনি করিয়া লয় এবং প্রবাসী স্বামীর স্ত্রী নাভির নীচের কেশ সাফ করিয়া সারে। —মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান