মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭ টি
হাদীস নং: ৩০৯৩
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদঃ বিবাহের নীতি ও বিবিধ বিষয়
৩০৯৩। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ প্রণয়ীর মধ্যে বিবাহের ন্যায় উত্তম বন্ধন আর কিছু দেখিবে না ।
كتاب النكاح
اَلْفَصْلُ الثَّالِثُ
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَمْ تَرَ لِلْمُتَحَابِّينَ مثل النِّكَاح» . رَوَاهُ ابْن مَاجَه
তাহকীক:
হাদীস নং: ৩০৯৪
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদঃ বিবাহের নীতি ও বিবিধ বিষয়
৩০৯৪। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি পাক-পবিত্র অবস্থায় আল্লাহ্র সাথে মিশিতে চাহে, সে যেন স্বাধীনা নারী বিবাহ করে।
كتاب النكاح
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَرَادَ أَنْ يَلْقَى الله طَاهِرا مطهراً فليتزوج الْحَرَائِر» . رَوَاهُ ابْن مَاجَه
তাহকীক:
হাদীস নং: ৩০৯৫
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদঃ বিবাহের নীতি ও বিবিধ বিষয়
৩০৯৫। হযরত আবু উমামা (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন, তিনি বলিতেন, মু'মিন বান্দা আল্লাহ্র ভয় লাভের পর নেক স্ত্রী অপেক্ষা উত্তম আর কিছুই লাভ করিতে পারে না—যদি তাহাকে আদেশ করে সে উহা মানিয়া লয়। যদি তাহার দিকে দেখে সে তাহাকে খুশী করে, যদি তাহাকে লক্ষ্য করিয়া কোন শপথ করে সে উহা পূর্ণ করে, আর যদি স্বামী তাহার নিকট হইতে দূরে চলিয়া যায়, সে তাহার নিজের বিষয়ে ও স্বামীর মালের বিষয়ে মঙ্গল কামনা করে। ইবনে মাজাহ্ উক্ত হাদীস তিনটি রেওয়ায়ত করিয়াছেন।
كتاب النكاح
وَعَنْ أَبِي أُمَامَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ يَقُولُ: «مَا اسْتَفَادَ الْمُؤْمِنُ بَعْدَ تَقْوَى اللَّهِ خَيْرًا لَهُ مِنْ زَوْجَةٍ صَالِحَةٍ إِنْ أَمْرَهَا أَطَاعَتْهُ وَإِنْ نَظَرَ إِلَيْهَا سرته وَإِن أقسم عَلَيْهِ أَبَرَّتْهُ وَإِنْ غَابَ عَنْهَا نَصَحَتْهُ فِي نَفْسِهَا وَمَاله» . روى ابْن مَاجَه الْأَحَادِيث الثَّلَاثَة
তাহকীক:
হাদীস নং: ৩০৯৬
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদঃ বিবাহের নীতি ও বিবিধ বিষয়
৩০৯৬। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন বান্দা বিবাহ করিল, নিশ্চয় সে তাহার দ্বীনের অর্ধেক পূর্ণ করিল এবং বাকী অর্ধেক সম্পর্কে আল্লাহকে ভয় করিবে।
كتاب النكاح
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا تَزَوَّجَ الْعَبْدُ فَقَدِ اسْتَكْمَلَ نِصْفَ الدِّينِ فَلْيَتَّقِ اللَّهَ فِي النِّصْفِ الْبَاقِي»
তাহকীক:
হাদীস নং: ৩০৯৭
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদঃ বিবাহের নীতি ও বিবিধ বিষয়
৩০৯৭। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ সর্বাপেক্ষা বরকত-পূর্ণ শাদী-বিবাহ হইল যাহা সর্বাপেক্ষা কম কষ্টে নির্বাহ হয়। — বায়হাকী শোআবুল ঈমানে হাদীস দুইটি রেওয়ায়ত করিয়াছেন।
كتاب النكاح
وَعَن عَائِشَةَ قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مُؤْنَةً» . رَوَاهُمَا الْبَيْهَقِيّ فِي شعب الْإِيمَان
তাহকীক:
হাদীস নং: ৩০৯৮
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - (বিবাহের প্রস্থাবিত) পাত্রী দেখা ও সতর (পর্দা) প্রসঙ্গে
৩০৯৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, এক ব্যক্তি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিল, আমি আনসারীদের একটি মেয়েকে বিবাহ করিতে ইচ্ছা করিয়াছি। হুযুর (ছাঃ) বলিলেন: তাহাকে প্রথমে দেখিয়া লও। কেননা, আনসারীদের (কোন কোন লোকের) চোখে একটা দোষ থাকে। মুসলিম
كتاب النكاح
بَابُ النَّظِرِ إِلَى الْمَخْطُوْبَةِ وَبَيَانِ الْعَوْرَاتِ: الْفَصْل الأول
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي تَزَوَّجْتُ امْرَأَةً مِنَ الْأَنْصَارِ قَالَ: «فَانْظُرْ إِلَيْهَا فَإِنَّ فِي أَعْيُنِ الْأَنْصَارِ شَيْئًا» . رَوَاهُ مُسْلِمٌ
তাহকীক:
হাদীস নং: ৩০৯৯
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - (বিবাহের প্রস্থাবিত) পাত্রী দেখা ও সতর (পর্দা) প্রসঙ্গে
৩০৯৯। হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ কোন নারী যেন অপর নারীর সাথে বেশী মাখামাখি না করে, অতঃপর আপন স্বামীর নিকট যাইয়া এমনভাবে তাহার রূপ বর্ণনা করে, যেন তাহার স্বামী তাহাকে আপন চোখে দেখিতেছে। — মোত্তাঃ
كتاب النكاح
وَعَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُبَاشِرُ الْمَرْأَةُ الْمَرْأَةَ فَتَنْعَتُهَا لِزَوْجِهَا كَأَنَّهُ ينظر إِلَيْهَا»
তাহকীক: